West Bengal Weather Update

বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল! রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি, কয়েক জেলায় দুর্যোগ, উত্তাল হবে সমুদ্রও

নিম্নচাপ অঞ্চলের প্রভাবে রবিবার থেকে উত্তাল হতে পারে সমুদ্র। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ২০:৪১
Share:

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। — ফাইল চিত্র।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। আর তার প্রভাবে রাজ্যের সব জেলায় আগামী বৃহস্পতিবার হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোনও কোনও জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে হতে পারে ঝড়। বিশেষ বুলেটিন প্রকাশ করে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে নতুন করে উচ্চচাপ বলয় তৈরি হতে চলেছে। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। অন্য দিকে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এর আগে উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। তার সঙ্গেই গিয়ে মিলেছে সেই অক্ষরেখা। এগুলির প্রভাবেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে জারি কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আগামী মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। বাকি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। আগামী বৃহস্পতিবারও দক্ষিণের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

Advertisement

আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরের আট জেলাতেই। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবি এবং সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার সেই সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে। তবে এই ক’দিন উত্তরের বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি।

নিম্নচাপ অঞ্চলের প্রভাবে রবিবার থেকে উত্তাল হতে পারে সমুদ্র। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। রবিবার থেকে পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে আলিপুর হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement