গণপিটুনি, ধরা পড়েনি কেউই

গণপিটুনিতে মালবাজারের দুই যুবকের মৃত্যুর একদিন পেরোলেও কাউকেই গ্রেফতার করতে পারল না পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ০৩:২৮
Share:

গণপিটুনিতে মালবাজারের দুই যুবকের মৃত্যুর একদিন পেরোলেও কাউকেই গ্রেফতার করতে পারল না পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষোভও ছড়িয়েছে মালবাজারে। দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিকেলে আধঘণ্টার নিউ মাল এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। মৃত গোপাল সিংহের পরিবার এবং পড়শিরা এ দিন সড়ক অবরোধে যোগ দেন। গত রবিবার মালবাজারের ডামডিম চা বাগানের ব্যারন ডিভিশনে ছাগল চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। পেশায় গাড়ির চালক যুবকদের সঙ্গে থাকা একটি ছোটগাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। মৃত অজয় রায় (২২) এবং গোপাল সিংহ (২৮) দু’জনেই মালবাজারের বাসিন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement