কাউন্সিলর না উচ্ছে-পটল! কটাক্ষ মদনের

দল পাশে না থাকলে বাজারে উচ্ছে-পটলের দামও থাকবে না বলে দুর্নীতিগ্রস্ত দলীয় কাউন্সিলরদের হুঁশিয়ারি দিলেন জেল-বন্দি তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। যিনি তাৎপর্যপূর্ণ ভাবে দুর্নীতির অভিযোগেই গ্রেফতার হয়েছেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০৩:৪৫
Share:

সোমবার আলিপুর আদালতে মদন মিত্র। ছবি: সুদীপ্ত ভৌমিক

দল পাশে না থাকলে বাজারে উচ্ছে-পটলের দামও থাকবে না বলে দুর্নীতিগ্রস্ত দলীয় কাউন্সিলরদের হুঁশিয়ারি দিলেন জেল-বন্দি তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। যিনি তাৎপর্যপূর্ণ ভাবে দুর্নীতির অভিযোগেই গ্রেফতার হয়েছেন!

Advertisement

নজরুল মঞ্চে এক কর্মশালায় সম্প্রতি দলীয় কাউন্সিলরদের দুর্নীতি নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা কেলেঙ্কারিতে ধৃত মদনবাবুকে সোমবার আলিপুর আদালতে হাজির করা হলে তিনি বলেন, ‘‘দলনেত্রী স্বয়ং কাউন্সিলরদের দুর্নীতি নিয়ে সরব হতে বাধ্য হয়েছেন। এটা খুব লজ্জাজনক ঘটনা। দলীয় কাউন্সিলররা যদি এখনও মনে করেন, তাঁরা নিজেদের ইচ্ছা অনুযায়ী চলবেন, তা হলে ভবিষ্যৎ খুবই খারাপ।’’ মদনবাবুর সংযোজন, ‘‘কাউন্সিলররা কেউ কেউ ৩০ থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছেন বলে মুখ্যমন্ত্রীর কাছে খবর রয়েছে। তা কর্মশালায় মুখ্যমন্ত্রী উল্লেখও করেছেন। আপনারা মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করুন। দলকে পরিচ্ছন্ন করুন।’’ মদনবাবুর আরও বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলে বাজারে খবর। কিন্তু দুই নয়, মুখ্যমন্ত্রী ৬টি ইনিংস খেলবেন।’’

সারদা-কাণ্ডের আরও একটি মামলায় আলিপুর দায়রা আদালতে মদনবাবুর জামিনের আবদনের শুনানি এ দিন স্থগিত হয়ে গিয়েছে। সিবিআইয়ের আইনজীবী ও তদন্তকারী অফিসার হাজির না থাকায় আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Advertisement

আদালত চত্বরে এ দিন সিবিআইয়ের উদ্দেশে মদনবাবু আর্জি জানান, ‘‘এ বছর আমার জেলের বাইরে দুর্গাপুজো দেখার ব্যবস্থা করুন। প্রায় ২১ মাস জেল-বন্দি রয়েছি। গত দু’বছর জেল থেকে পুজোর ঢাকের আওয়াজ শুনেছি। এ বার জামিনের ব্যবস্থা করুন। আমি যা জানতাম, সবই তো আপনাদের জানিয়েছি!’’ আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারকের এজলাসে এ দিন মদনবাবুকে পেশ করা হলে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন