Mahua Moitra

প্রসঙ্গ লভ জিহাদ: অমর্ত্যকে কটাক্ষের জবাবে মহুয়ার পাল্টা বিজেপিকে

‘লভ জিহাদ’ নিয়ে সোমবারই একটি সাক্ষাৎকারে ধর্মান্তরণ বিরোধী আইনের কড়া সমালোচনা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৩:২২
Share:

মহুয়া মৈত্র দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন। গ্রাফিক: শৌভিক দেবনাথ

‘লভ জিহাদ’ বিতর্কে অমর্ত্য সেনকে বেঁধায় আরএএস এবং বিজেপি-কে আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ‘লভ জিহাদ’ নিয়ে অমর্ত্যের মন্তব্যের সমালোচনা করেন। দিলীপের সেই মন্তব্যেরই কড়া সমালোচনা করলেন মহুয়া। তাঁর টুইট, ‘কে কাকে বিয়ে করবে, কাকে ভালবাসবে, তা নিয়ে কথা বলার অধিকার অসুস্থ, বিকৃতমনস্ক আরএসএস গুণ্ডাদের কে দিয়েছে? এই সব নিয়ে আলোচনার উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ভোটে জিততে চায়? পারলে উন্নয়ন নিয়ে কথা বলুন হাফ প্যান্ট পরা, হাফ বুদ্ধিহীন ধর্মান্ধরা’।

Advertisement

‘লভ জিহাদ’ নিয়ে সোমবারই একটি সাক্ষাৎকারে ধর্মান্তরণ বিরোধী আইনের কড়া সমালোচনা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অমর্ত্যর প্রতিক্রিয়ার জবাবে মঙ্গলরবার প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ বলেন, ‘‘উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। ওঁর বলার নৈতিক অধিকার নেই। যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, দেশের মানুষের দুঃখে-কষ্টে নেই, তাঁর কোনও নীতিকথা শুনতে আমরা প্রস্তুত নই।’

দিলীপের এই মন্তব্যের ভিত্তিতে প্রকাশিত একটি সংবাদ টুইটারে তুলে ধরে মঙ্গলবার আক্রমণ করলেন মহুয়া মৈত্র।

Advertisement

একটি জাতীয় সংবাদমাধ্যমে অমর্ত্য সেন সাক্ষাৎকারে লভ জিহাদ আইন নিয়ে বলেছিলেন, ‘‘লভ জিহাদ আইন মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। জীবন যাপনের অধিকার মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই আইনে সেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমাদের দেশে যে কোনও মানুষ নিজের ধর্ম বদলে অন্য ধর্ম গ্রহণ করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত। তাই আইনটি অসাংবিধানিক’। সেই সূত্রেই মঙ্গলবার দিলীপের কটাক্ষ আর পাল্টা মহুয়ার জবাব।

আরও পড়ুন: প্রয়োজন রয়েছে কৃষি আইন সংশোধনের, মত অমর্ত্যর

আরও পড়ুন: ‘লভ’-এর মধ্যে ‘জিহাদ’ থাকতে পারে না, মত অমর্ত্য সেনের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন