rail blockade

আদিবাসী সংগঠনের অবরোধে মেদিনীপুর, মালদহ, পুরুলিয়ায় আটকে ট্রেন, বিপাকে যাত্রীরা

সারনা ধর্মের কোড চালু-সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং অসম, মোট পাঁচ রাজ্যে অনির্দিষ্ট কাল বনধের ডাক দিয়েছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া, মেদিনীপুর ও মালদহ শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৫
Share:

আদিবাসী সংগঠনের অবরোধের জের, পশ্চিম মেদিনীপুর, মালদহে আটকে বহু ট্রেন, বিপাকে যাত্রীরা। নিজস্ব চিত্র

আদিবাসী সংগঠনের অবরোধের জেরে রাজ্যের ৩ জেলায় থমকে গেল ট্রেনের চাকা। শনিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-টাটানগর শাখায় খেমাশুলি স্টেশনের কাছে অবরোধ করে আদিবাসীদের সামাজিক সংগঠন ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। মালদহ এবং পুরুলিয়া জেলাতেও এই আন্দোলনের প্রভাব পড়েছে। মালদহের আদিনা রেলস্টেশনে শুরু হয়েছে রেল রোকো। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের।

Advertisement

সারনা ধর্মের কোড চালু-সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অসম মোট পাঁচ রাজ্যে অনির্দিষ্ট কাল বনধের ডাক দিয়েছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। সেই মোতাবেক শনিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলির কাছে রেলপথ অবরোধ করে ওই আদিবাসী সংগঠন। রেলপথের পাশাপাশি, কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলছে। রেলের খড়্গপুর ডিভিশনে ইতিমধ্যেই টাটানগর স্টিল এক্সপ্রেস, টাটানগর প্যাসেঞ্জার, খড়্গপুর প্যাসেঞ্জার, টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন বাতিল করেছে।

Advertisement

মালদহে রেল অবরোধের জেরে সামসি স্টেশনে দাঁড়িয়ে আছে শতাব্দী এক্সপ্রেস। কুমারগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছে কুলিক এক্সপ্রেস। একলাখি স্টেশনে দাঁড়িয়ে আছে তেভাগা এক্সপ্রেস। মালদা স্টেশনে দাঁড়িয়ে আছে গৌড় এক্সপ্রেস।

পুরুলিয়ায় আদিবাসীদের মারাংবুরু অর্থাৎ পরেশনাথ পাহাড়কে জৈন ধর্মের মানুষের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনরায় আদিবাসীদের হাতে ফিরিয়ে দেওয়া ও সারনা ধর্মের কোড চালুর দাবিতে অনির্দিষ্ট কালের জন্য রেল অবরোধের ডাক আগেই দেওয়া হয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে। সেই মোতাবেক আজ সকাল থেকে পুরুলিয়া-চান্ডিল শাখার কাঁটাডি রেলস্টেশনে ১২ ঘণ্টার জন্য রেল অবরোধ শুরু করেছে তারা। যার জেরে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়েছে। গন্তব্যস্থলে যেতে না পেরে বেকায়দায় পড়েছেন বহু যাত্রী। রেল অবরোধের সঙ্গে সড়কপথেও অবরোধ চলছে। পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড শাখায় জৌগ্রাম স্টেশনেও কিছু সময়ের জন্য রেল অবরোধ করা হয়। মালদহের ডিআরএম সূত্রে জানা গিয়েছে, অবরোধের জেরে বিহার-পশ্চিমবঙ্গ সংলগ্ন তিলাভাঙা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস। খেমাশুলি স্টেশনে আন্দোলনকারীদের সঙ্গে অবরোধ প্রত্যাহারের বিষয়ে কথা বলেছেন রেলের আধিকারিকেরা। তাঁরা দ্রুত অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে রেল অবরোধ উঠলেও সড়ক অবরোধ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন