ব্রিগেডে কংগ্রেস কি আসবে, খোলসা করলেন না মমতা

এ দিনের সভায় ব্রিগেডে যাঁরা আসবেন বলে জানিয়েছেন, তাঁদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানে কংগ্রেসের কোনও উল্লেখ নেই। কয়েক দিন আগে কলকাতায় তৃণমূলের দলীয় বৈঠকে মমতা জানিয়েছিলেন, দু’একজন ছাড়া বাকি বিরোধী নেতাদের সবাই ব্রিগেডে থাকবেন বলে কথা দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বলরামপুর ও কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৩:৩৭
Share:

বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।

ব্রিগেডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ১৯ জানুয়ারির সমাবেশে কংগ্রেস কি আসবে? কী করবে সিপিএম? বুধবার পুরুলিয়ার বলরামপুরে স্বয়ং মমতার বক্তৃতা এ বিষয়ে জল্পনা উসকে দিল।

Advertisement

এ দিনের সভায় ব্রিগেডে যাঁরা আসবেন বলে জানিয়েছেন, তাঁদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানে কংগ্রেসের কোনও উল্লেখ নেই। কয়েক দিন আগে কলকাতায় তৃণমূলের দলীয় বৈঠকে মমতা জানিয়েছিলেন, দু’একজন ছাড়া বাকি বিরোধী নেতাদের সবাই ব্রিগেডে থাকবেন বলে কথা দিয়েছেন।

বুধবার বলরামপুরের সভায় তিনি বলেন, ‘‘দু’টি পার্টি এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি। হয়তো জানিয়ে দেবে। তা ছাড়া আমরা প্রায় ১৮ থেকে ২০টি দলের সম্মতি পেয়েছি।’’ যাঁরা আসবেন তাঁদের নাম উল্লেখ করে তৃণমূলনেত্রী জানান, ‘‘যত দূর মনে পড়ছে, চন্দ্রবাবু নায়ডু, দেবগৌড়া, শরদ পওয়ার, শরদ যাদব, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ফারুক আব্দুল্লা, স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল— সবাই জানিয়ে দিয়েছেন তাঁরা আসছেন। এটা একটা ঐতিহাসিক সভা হবে।’’

Advertisement

কংগ্রেসকে এই সভায় আসার আমন্ত্রণ মমতা আগেই জানিয়েছেন। সনিয়া গাঁধী ও রাহুল গাঁধী দু’জনের সঙ্গেই তাঁর এ ব্যাপারে কথা হয়েছে। কিছু দিনের মধ্যে দিল্লি গিয়ে তিনি আবার তাঁদের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন বলে দলীয় সূত্রে খবর। তবে এ দিন নেতাদের তালিকায় কংগ্রেসের কারও নাম না বলা রাজনৈতিক মহলের একাংশের মতে তাৎপর্যপূর্ণ। প্রদেশ কংগ্রেস এই রাজ্যে মমতার সঙ্গে কোনও রকম বোঝাপড়ার বিরোধী। অন্যদিকে জাতীয় রাজনীতির বাধ্যবাধকতায় পশ্চিমবঙ্গে মমতার প্রাধান্য পুরোপুরি অস্বীকার করা কংগ্রেস হাই কম্যান্ডের পক্ষে খুব সহজ নয়। বিষয়টি সেখানেই বড় রাজনৈতিক মাত্রা পেতে পারে।

সিপিএমের ক্ষেত্রে অবশ্য অবস্থান অনেকটা পরিষ্কার। দল আগেই জানিয়েছে, মমতার ব্রিগেড সমাবেশে তারা যাবে না। কেরলের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নকে মমতা আমন্ত্রণ জানিয়েছিলেন। তা তিনি গ্রহণ করেননি।

এ দিনই বলরামপুরের সভায় কংগ্রেস ও সিপিএমকে একই সঙ্গে খোঁচা দিয়ে মমতা আবার বলেন, ‘‘বাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে আসার জন্য সম্পূর্ণ দায়ী সিপিএম এবং কংগ্রেস। সবাই মিলে আবার পঞ্চায়েতও গড়ছে। সিপিএম এখন সাইনবোর্ড গুটিয়ে ফেলেছে। ওরা বিজেপির সাইনবোর্ড লিখছে। সেটাও গুটিয়ে যাবে।’’

বিজেপি সম্পর্কে মমতার আরও মন্তব্য, ‘‘একবার আমাদের সঙ্গে ছিল, দু’টো আসন পেয়েছিল। আগেরবার সিপিএম, কংগ্রেসের সাহায্যে দু’টি আসন পেয়েছে। এ বার একটাও পাবে না।’’

এ বিষয়ে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিংহের প্রতিক্রিয়া, ‘‘বিজেপির চিন্তা না করে নিজেদের চিন্তা করুন। হিসাব করুন, বিজেপির জন্য আপনারা ক’টা আসন হারাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন