State News

কোর কমিটিতে মোদীর তীব্র নিন্দায় মমতা

বুধবার নজরুল মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের গোটাটাই জুড়ে রইল কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার। মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা টেনে আনেন কালো টাকা প্রসঙ্গ থেকে শুরু করে নোট বাতিলের সিদ্ধান্ত, আধার কার্ড-সহ একাধিক প্রসঙ্গ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ১৫:৩৭
Share:

ফের মোদীকে আক্রমণ মমতার। —ফাইল চিত্র।

উপলক্ষ ছিল, তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক। কিন্তু, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সেই বৈঠকই হয়ে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের মঞ্চ।

Advertisement

বুধবার নজরুল মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের গোটাটাই জুড়ে রইল কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার। মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা টেনে আনেন কালো টাকা প্রসঙ্গ থেকে শুরু করে নোট বাতিলের সিদ্ধান্ত, আধার কার্ড-সহ একাধিক প্রসঙ্গ।

এ দিন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বর্ধিত সভার বৈঠকের শুরুতে দলীয় সংগঠনকে মজবুত করার বার্তা দেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মমতার ভাষণেও তার প্রতিধ্বনি শোনা যায়। বুথ স্তরে সংগঠনকে মজবুত করার কথাও বলেন তিনি। পাশাপাশি, দলীয় নেতাদের কড়া বার্তা দিয়ে মমতা বলেন, “দলে থেকে দলবিরোধী কাজ করলে তাঁর জন্য তৃণমূলে কোনও জায়গা নেই।” একই সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে নিয়ে চলার মানসিকতায় গুরুত্ব দেন তিনি।

Advertisement

আরও পড়ুন

নিয়ন্ত্রণেই ডেঙ্গি, মত মলয়েরও

মমতার ভাবমূর্তির প্রশংসায় দিলীপ

মুকুলের নামে জেলায় ফ্লেক্স, জল্পনা তৃণমূলে

এর পরই মোদী সরকারের বিরুদ্ধে সরব হন মমতা। বিরোধী-কণ্ঠ রোধ করতে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করে মমতা বলেন, “কেউ মুখ খুললেই সিবিআই পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেই খুন করানো হচ্ছে।” পাশাপাশি, টাকা দিয়ে মুখ বন্ধ করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। ভোটের আগে সুবিধাবাদী রাজনীতি হয় বলে কটাক্ষ করে তিনি বলেন, “ভোট এলেই রাম-শ্যাম-ঘনশ্যাম একজোট।” আধার কার্ড নিয়েও এ দিন কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা।

মোদী সরকারের নোট বাতিলের বিরুদ্ধে ব্লক স্তরে প্রতিবাদ বিক্ষোভ করবে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে আগামী ৮ নভেম্বর রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে মিছিল করবেন তৃণমূল নেতা-কর্মীরা। মমতা জানিয়েছেন, দক্ষিণ কলকাতায় নভেম্বরের ওই প্রতিবাদ-মিছিলে নেতৃত্ব দেবেন সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়। অন্য দিকে, উত্তর কলকাতায় মিছিলের পুরোভাগে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি ব্যর্থতার বিরোধী-অভিযোগকেও উড়িয়ে দেন তিনি। মঙ্গলবার মুখ্যসচিব মলয়কুমার দে-র পর এ দিন প্রায় একই ভাবে ডেঙ্গি নিয়ে পরিসংখ্যান পেশ করে বিরোধী যুক্তি খণ্ডনের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন