পুরনোরাও থাক, মমতার নির্দেশ ছাত্র সভাপতিকে

পুরনোদের সঙ্গে নিয়েই ছাত্র সংগঠনকে সাজানোর নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই তাঁর নির্দেশ, বিরোধী থেকে শাসক দল হওয়া তৃণমূলের কঠিন লড়াইটা ছাত্র সংগঠনের নতুন সদস্যদের জানাতে হবে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০১:৪১
Share:

তৃণাঙ্কুর ভট্টাচার্য। —ফাইল চিত্র।

পুরনোদের সঙ্গে নিয়েই ছাত্র সংগঠনকে সাজানোর নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই তাঁর নির্দেশ, বিরোধী থেকে শাসক দল হওয়া তৃণমূলের কঠিন লড়াইটা ছাত্র সংগঠনের নতুন সদস্যদের জানাতে হবে।

Advertisement

শনিবার সন্ধ্যায় কালীঘাটে দলনেত্রীর বাড়িতে তাঁকে বিজয়ার প্রণাম জানাতে যান তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) নতুন সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তখনই তাঁকে মমতা বলেন, ‘‘ভাল ভাবে ছাত্র সংগঠন পরিচালনা করতে হবে। জেলায় জেলায় ঘুরে জনসংযোগ আরও বাড়াতে হবে। ছাত্র-যুবদের দলের সংগ্রামের ইতিহাস ভাল ভাবে জানতে হবে।’’

তৃণাঙ্কুর দায়িত্ব নেওয়ার পরে টিএমসিপির নতুন কমিটি তৈরি হয়নি। কমিটি তৈরির আগে সংগঠনের প্রাক্তন সভানেত্রী জয়া দত্তের সঙ্গেও আলোচনা করে নিতে নির্দেশ দিয়েছেন মমতা। সংগঠনে নব্য-আদির কোনও সংঘাত যাতে না হয়, সে জন্য জেলা ঘুরে ঘুরে নতুন মুখ তুলে আনার পাশাপাশি পুরনোদেরও কমিটিতে রাখতে বলেছেন দলনেত্রী। দিন কয়েকের মধ্যে তৃণাঙ্কুরের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়ার কথা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন