জন্মদিনে বুদ্ধকে শুভেচ্ছা মমতার, বাড়িতে ফিরহাদ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ০৪:০২
Share:

বুদ্ধদেব ভট্টাচার্য। —ফাইল চিত্র।

পঁচাত্তর পূর্ণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনীতিতে সুহৃদ, প্রয়াত অনিল বিশ্বাসের সঙ্গে একই দিনে জন্ম তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুক্রবার টুইট করে শুভেচ্ছা জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

তাঁর দূত হয়ে বুদ্ধবাবুর বাড়িতে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুদ্ধবাবুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তিনি। বুদ্ধবাবুও পাল্টা সৌজন্য দেখিয়ে ফিরহাদ মারফত মমতাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

শারীরিক অসুবিধার জন্যই ইদানীং বাড়ির বাইরে বেরোন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। বামেদের গত ৩ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশে অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন তিনি। তবে ধুলো-ভরা বাতাবরণে গাড়ি থেকে নামেননি সে দিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement