Mamata Banerjee

গঙ্গাসাগর ছাড়ার মুখে বঞ্চনায় সরব মুখ্যমন্ত্রী

রাজ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছে। সেখানে তো টাকা আটকে রাখা হচ্ছে না! তারা দিল্লির ফেভারিট বলে?’’

Advertisement

চন্দন বিশ্বাস

গঙ্গাসাগর শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ০৬:২৭
Share:

সাগর থেকে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার। ছবি: সুদীপ ঘোষ

গঙ্গাসাগরে দু’দিনের সফর শেষে সাগরের স্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে রওনা হওয়ার আগে আবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ হেলিপ্যাড মাঠে এসে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে ওঠার আগে মাইক হাতে একশো দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার দুর্নীতি, বন্দে ভারত এক্সপ্রেসে ‘পাথর বৃষ্টি’-সহ একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। মমতা বলেন, ‘‘একশো দিনের প্রকল্পের টাকা দিল্লি দিচ্ছে না। বারবার বলা সত্ত্বেও গরিব মানুষের মজুরি আটকে রেখেছে। আর স্রেফ রাজনৈতিক কারণে কখনও এ-টিম, কখনও বি-টিম, কখনও সি-টিম পাঠাচ্ছে।’’

রাজ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছে। সেখানে তো টাকা আটকে রাখা হচ্ছে না! তারা দিল্লির ফেভারিট বলে?’’ তাঁর প্রশ্ন, ‘‘বাংলাকে কেন টাকা দেওয়া হচ্ছে না? ১০০ দিনের জন্যে আর কত বার বলব কেন্দ্রকে?’’

Advertisement

একশো দিনের কাজে ভুয়ো জব কার্ড নিয়ে ওঠা বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘উত্তরপ্রদেশে প্রায় ৬৯ লক্ষ ভুয়ো কার্ড। এখানে ২০ লক্ষ বার করেছে বলে শুনছি। আমাদের কাছে কোনও তথ্য নেই। রোজ শোনাচ্ছে, আর অপপ্রচার করছে।’’

বুধবার সাগরে এসে ঊর্মিমালা ভবনে রাত কাটান মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দফায় দফায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার সকালেও কলকাতা রওনা হওয়ার আগে তিনি বৈঠক করেছেন বলে জেলা প্রশাসন সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন