রবি-সন্ধ্যায় বৈঠকে মমতা

এ দিন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, ‘‘প্রশাসনিক বৈঠক মুখ্যসচিব রাজীব সিংহ শুরু করবেন। পরে মুখ্যমন্ত্রী রাঁচী থেকে পুরুলিয়ায় পৌঁছে ওই বৈঠকে যোগ দেবেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

পুরুলিয়া শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ০২:১৫
Share:

মুখ্যমন্ত্রীর সফরের জন্য সাফাই পুরুলিয়া সার্কিট হাউসে। ছবি: সুজিত মাহাতো

এক বছর পরে রবিবার সন্ধ্যায় পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার এমনই খবর মিলেছে প্রশাসন সূত্রে। জানা গিয়েছে, রবিবার ঝাড়খণ্ডের রাঁচীতে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে মমতার পুরুলিয়ায় ফেরার কথা। তারপরে তিনি জেলা প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন।

Advertisement

এ দিন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, ‘‘প্রশাসনিক বৈঠক মুখ্যসচিব রাজীব সিংহ শুরু করবেন। পরে মুখ্যমন্ত্রী রাঁচী থেকে পুরুলিয়ায় পৌঁছে ওই বৈঠকে যোগ দেবেন।’’ পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, ‘‘বেলগুমা পুলিশ লাইনের প্রেক্ষাগৃহে রবিবার বিকেলের পরে প্রশাসনিক বৈঠক হবে। প্রস্তুতি চলছে।’’

গত লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় দলের বিপর্যয়ের পরে এই জেলায় আসেননি মুখ্যমন্ত্রী। শেষবার প্রশাসনিক বৈঠক করতে এসেছিলেন ২০১৮ সালের নভেম্বরে। মুখ্যমন্ত্রী জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করলেও পুরুলিয়ায় এত দিন আসেননি। তবে তিনি যে কোনও সময়ে আসতে পারেন ভেবে গত নভেম্বর থেকেই জেলা প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছিল।

Advertisement

জেলা প্রশাসন সূত্রের খবর, কিছু দিন আগে জেলার সমস্ত দফতরের আধিকারিকদের বৈঠকে ডেকে জানিয়ে দেওয়া হয়, যে কোনও দিন মুখ্যমন্ত্রী বৈঠক করতে আসতে পারেন। সেই অনুযায়ী সমস্ত দফতরকেই প্রস্তুত থাকতে বলা হয়।

গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় জেলা তৃণমূল সূত্রে জানা যায়, সোমবার মুখ্যমন্ত্রী এনআরসি ও নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে নাগরিকদের নিয়ে পুরুলিয়া শহরে পদযাত্রা করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায়, রবিবার রাঁচী থেকে পুরুলিয়ায় এসে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পারেন।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের খবর জেলায় পৌঁছতেই প্রশাসনের অন্দরে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বর্ষশেষ উপলক্ষে কেউ কেউ বেড়াতে যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু জেলা প্রশাসনের তরফে সমস্ত দফতরের আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়, রবিবারের ওই বৈঠকে উপস্থিত থাকতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন