Mamata Banerjee

Mamata Banerjee: কর্মীরা টিকা নিলে ৫টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে হোটেল-রেস্তরাঁ: মমতা

নবান্ন সভাঘরে বসেছে বৈঠক। বণিকসভার বৈঠকে যোগ দিয়েছে ২৯টি বণিক সংগঠন। মুখ্যমন্ত্রী জানালেন, দেশের বিপর্যয়ে বণিকসভার বড় ভূমিকা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:২১
Share:

বণিক সভার বৈঠকে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৬:৩৫ key status

দু’টো শিফটে কাজ করতে পারে তথ্য-প্রযুক্তি বিভাগ

সকাল থেকে অফিসে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। মমতা বললেন, ‘‘সকাল ৮টা থেকে ১২টা এবং ১২টা থেকে ৫টা এই দুই শিফটে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারে।’’ এর আগে তথ্য-প্রযুক্তির কাজের সময় বেঁধে দেওয়া হয়েছিল ১২টা থেকে ৫টা পর্যন্ত।  

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৬:২৬

হুগলিতে চটশিল্প কর্মীদের টিকাকরণের জোর

হুগলিতে চটশিল্প কর্মীদের টিকাকরণে জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী। চাঁপদানি, বাঁশবেড়িয়া-সহ জুটমিলগুলিকে শ্রমিকদের টিকা দিতে বললেন মমতা। 

Advertisement
শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৬:২৪ key status

পরিচারিকাদেরও টিকাকরণ দরকার

শ্রমিকদের শাপাশি পরিচারিকাদেরও টিকাকরণের কথা ভাবা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৬:২২ key status

খুচরো দোকান খোলা রাখার সময় বেড়ে ৪ ঘণ্টা

১২ টা ৩টে পর্যন্ত খুচরো বিক্রির দোকান খোলার ব্যবস্থা ছিল। সেই সময়সীমা বাড়িয়ে ১২টা থেকে ৪টে পর্যন্ত করার কথা বললেন মুখ্যমন্ত্রী। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৬:২০ key status

কোভিড বিধি মেন ১৫ জুন থেকে খোলা হতে পারে শপিং মল

২৫ শতাংশ কর্মী নিয়ে শপিং মল খোলার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে রাজ্য, জানালেন মমতা। ‘‘১৫ জুনের পর এ ব্যাপারে  সিদ্ধান্ত নেওয়া হবে’’, বললেন মমতা।

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৬:১০ key status

আটা মিল, রাইস মিল এবং রেশন দোকানের কর্মীদের বিনামূল্যে টিকাকরণ

রেশন দোকানের কর্মীদের মতো রাইস মিল এবং আটা মিলের কর্মীদেরও বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করা হবে, জানিয়ে দিলেন মমতা। 

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৬:০৯ key status

জামাকাপড়ের দোকান আপাতত সন্ধ্যায় খোলা রাখা যাবে না: মমতা

পোশাক আশাক এবং খুচরো বিক্রয়ের দোকান সন্ধ্যায় খোলার অনুরোধ করেছিল বণিক সংগঠনের সদস্যরা। মমতা জানালেন, সব দোকান সন্ধ্যায় খোলা রাখা যাবে না। সংক্রমণের কথাও মাথায় রাখতে হবে। 

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৬:০১ key status

ইটভাটাগুলিকে সাহায্য করবে সরকার: মমতা

ইয়াস ঘূর্ণিঝড়ের পর জলে ডুবে গিয়েছে ইটভাটাগুলি। ব্রিক অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের সাহায্য চাওয়ায় মমতা বললেন,  সরকার সাধ্যমতো সাহায্য করবে।

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:৫৬ key status

ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতির সমাধানেও এগিয়ে আসুন: মমতা

মমতার পরামর্শ, এক একটি বাণিজ্যিক সংস্থা যদি এক একটি গ্রামকে অধিগ্রহণ করে সেখানে ইয়াসের ক্ষয়ক্ষতি মেটানোর চেষ্টা করে, ত্রাণের কাজ করে তবে সেটা খুবই ভাল উদ্যোগ। যদি কেউ এই কাজ করতে চায় আমি এ ব্যাপারে উৎসাহিত করব।’’ 

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:৫৩

সুপারস্প্রেডার গোষ্ঠীকে টিকা দেওয়ার ব্যবস্থা আগে করতে হবে

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:৫১

কমনপুলের মাধ্যমে টিকা সরবরাহ হোক: মমতা

বণিক সংগঠনের সদস্য সংস্থাগুলির মধ্যে কীভাবে টিকা সরবরাহ করা হবে তা দেখার জন্য একটি সাধারণ ব্যবস্থাপক ক্ষেত্র বা কমন পুল তৈরি করার কথা বললেন মমতা। মোট টিকা কেনার পর ওই টিকা এই ক্ষেত্রকে দেওয়া হবে। সেখান থেকেই টিকার সুষ্ঠ সরবরাহের ব্যবস্থা করা হবে। 

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:৪৯ key status

আমাদের টাকা দিলে, টিকার ব্যবস্থা করব: মমতা

মমতা বললেন, ‘‘স্বাস্থ্য বিভাগ টিকাকরণে সহযোগিতা করবে। তবে রাজ্যের বিপর্যয় তহবিলে টাকা দিলে আমরা সেই টাকা দিয়ে টিকা কিনে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি।’’

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:৪২ key status

কর্মীদের টিকা দিয়ে ৫০ শতাংশ কর্মী নিয়ে রেস্তরাঁ খোলা থাক: মমতা

রেস্তরাঁ ব্যবসা করোনা পরিস্থিতিতে সমস্যায় পড়ছে বলে জানিয়েছিল বণিকসভা। মুখ্যমন্ত্রী বললেন, ‘‘মিষ্টির দোকান তো আমরা ১০টা থেকে ৫টা খোলা থাকবে বলেছি। রেস্তরাঁও খোলা থাক। বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত রেস্তরাঁ খোলা রাখতে পারেন। তবে কর্মীদের টিকা দিতে হবে। সমস্তরকম নিরাপত্তাবিধি বজায় রাখতে হবে।’’

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:৩৭ key status

হোটেল-রেস্তরাঁর কর্মীদের টিকা দিয়ে ব্যবসা চালু রাখুন: মমতা

হোটেল রেস্তরাঁর কাজ অনলাইনে বেশি করে চালান, পরামর্শ দিলেন মমতা। কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করে হোটেল রেস্তরাঁ চালু রাখুন। 

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:৩৪ key status

হাটবাজার স্যানিটাইজ করা হোক: মমতা

রাজ্যের হাটে বাজারে নিয়মিত স্যানিটাইজ করার ব্যবস্থা করতে বললেন মমতা। বললেন, ‘‘বেশি মানুষ যাতে জমায়েত করতে না পারে, সেটা মাথায় রাখতে হবে।’’

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:৩২ key status

আমরা কিন্তু ব্যবসায়ীদের কথা ভেবেছি, লকডাউন করিনি: মমতা

মমতা বললেন, ‘‘আমরা কিন্তু ব্যবসায়ীদের কথা ভেবেছি। অন্য রাজ্যের মতো লক ডাউন করিনি। কার্ফু জারি করিনি। বাজার দোকান পুরোপুরি বন্ধ করিনি।’’ 

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:৩০ key status

কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করুন: মমতা

ব্যবসায়িক সংগঠন গুলিকে তাদের কর্মীদের টিকা দিতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে বললেন, ‘‘আপনারা নিজেদের কর্মীদের টিকা দিন। ওই টিকা আপনাদেরই কিনতে হবে। আপনারা ধরে নিন, ওই টিকা আপনারা রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলার ত্রাণ তহবিলে দিয়েছেন।’’  

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:২৭ key status

বিপর্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বণিকসভার

মমতা বললেন, ‘‘দেশের বা রাজ্যের বিপর্যয়ে বণিকসভার বড় ভূমিকা রয়েছে। আপনাদের সেই ভূমিকা পালন করার অনুরোধ করব।’’

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৫:২৫ key status

বণিকসভার বৈঠক শুরু মমতার

নবান্ন সভাঘরে বণিকসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা। যোগ দিয়েছে ২৯টি বণিক সংগঠন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement