কেন্দ্রের ‘স্মার্ট সিটি’ প্রকল্পের ভাবনার বিরুদ্ধেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এই প্রকল্পের তালিকায় জায়গা পেয়েছে এ রাজ্যের রাজারহাট।
মঙ্গলবার বণিকসভা আইসিসি-র অনুষ্ঠানে শিল্পায়নের পাশাপাশি নগরায়নের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তখনই কেন্দ্রের ‘স্মার্ট সিটি’ প্রকল্পের তীব্র বিরোধিতা করে মমতা বলেন, ‘‘আমি মনে করি, স্মার্ট সিটি সংক্রান্ত ভাবনাতেই গলদ রয়েছে।’’
স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্রীয় অনুদানের পরিমাণ নিয়েই অসন্তোষ মুখ্যমন্ত্রীর। বণিকসভার মঞ্চে তিনি জানান, ‘স্মার্ট সিটি’ প্রকল্পে রাজ্য দেবে ৫০০ কোটি টাকা, অথচ কেন্দ্র দেবে মাত্র একশ’ কোটি টাকা। এবং সেই টাকাও মাত্র একটি বাড়ি তৈরির জন্য খরচ হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা বাড়িতে বিদ্যুৎ থেকে ওয়াই ফাই—সব সুবিধা থাকবে। মাত্র একটি বাড়ি তৈরি করবে কেন্দ্র! বাকি জায়গায় কিছু করবে না! এক জায়গাতেই এ টু জেড থাকলে হবে? বাকিরা কী করবে?’’ মুখ্যমন্ত্রীর বক্তব্য,
রাজ্যকে যদি ৫০০ কোটি টাকা খরচই করতে হয়, তা হলে তারা নিজেরাই পরিকল্পনা মতো তা করতে পারে।
এই প্রসঙ্গে রাজ্যের পরিকল্পিত ছ’টি থিম সিটির কথা তোলেন মমতা। ওই প্রকল্পে লগ্নি করার জন্য নির্মাণ শিল্পমহলকে তিনি আহ্বান জানান। তাঁর দাবি, এই প্রকল্পের জন্য জমি চিহ্নিত করে রেখেছে সরকার।