দীপাবলিতে শান্তি বজায় রাখতে আর্জি মমতার

গিরীশ পার্কের কাছে একটি কালীপুজোর উদ্বোধন করে মঙ্গলবার সন্ধ্যায় মমতা বলেন, ‘‘সব ধর্মের মানুষকে নিয়ে আলোর উৎসবে আনন্দ করুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ০৩:৪২
Share:

ফাইল চিত্র।

দীপাবলিতেও রাজ্যের সর্বত্র সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম অশান্তি বা প্ররোচনায় পা না দেওয়ার জন্যও রাজ্যের মানুষকে সতর্ক করলেন তিনি।

Advertisement

গিরীশ পার্কের কাছে একটি কালীপুজোর উদ্বোধন করে মঙ্গলবার সন্ধ্যায় মমতা বলেন, ‘‘সব ধর্মের মানুষকে নিয়ে আলোর উৎসবে আনন্দ করুন। তবে সতর্ক থাকবেন, কারও আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। কোনও রকম অশান্তি হতে দেবেন না। অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। সতর্ক থাকবেন।’’

কলকাতা পুরসভার সব কাউন্সিলরকে পুজোর এই দিনগুলোয় নিজের নিজের এলাকায় শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখার ব্যাপারে বাড়তি নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন গিরীশ পার্কের পরে জানবাজার, শেক্সপিয়র সরণি ও হরিশ মুখার্জি রোডেও কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement