আমলাদের অক্সফোর্ডে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রথম মেয়াদে সাত-সতেরো বুঝে নিতেই সময় চলে গিয়েছে। এ বার প্রশাসনিক সংস্কারে হাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি অফিসারদের পেশাদারিত্ব বাড়িয়ে আরও চৌখস করে তুলতে তাঁদের দেশে-বিদেশে প্রশিক্ষণ দিতে পাঠাচ্ছেন তিনি।

Advertisement

স্বপন সরকার

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০৪:২০
Share:

প্রথম মেয়াদে সাত-সতেরো বুঝে নিতেই সময় চলে গিয়েছে। এ বার প্রশাসনিক সংস্কারে হাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি অফিসারদের পেশাদারিত্ব বাড়িয়ে আরও চৌখস করে তুলতে তাঁদের দেশে-বিদেশে প্রশিক্ষণ দিতে পাঠাচ্ছেন তিনি।

Advertisement

সূত্রের খবর, দক্ষ অফিসারদের বিদেশে প্রশিক্ষণ দেওয়ার পরীক্ষামূলক একটি প্রয়াস গত মেয়াদের শেষ দিকে হয়েছিল। দ্বিতীয় মেয়াদে তা প্রাতিষ্ঠানিক চেহারা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। তার প্রথম পদক্ষেপ হিসাবে রাজ্য প্রশাসনের অভিজ্ঞ ২০ জন ডব্লিউবিসিএস অফিসারকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে সরকার। তার আগে নয়াদিল্লির উপকণ্ঠে গুড়গাঁওয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানেও এক সপ্তাহ ধরে প্রশিক্ষণ চলবে।

এই উদ্যোগের নেপথ্যে মূল ভাবনাটি কী? কী ধরনের প্রশিক্ষণই বা দেওয়া হবে অফিসারদের? নবান্ন সূত্র জানাচ্ছে, মূল ভাবনাটা মুখ্যমন্ত্রীর। কাজের মধ্য দিয়েই তিনি বুঝতে পারেন, অনেক অফিসারের মেধা ও অভিজ্ঞতা থাকলেও তাঁরা চৌখস নন। নবান্নের এক শীর্ষ কর্তার মতে, এই রোগের সূত্রপাত ও বাড়বৃদ্ধি হয়েছে বাম জমানাতেই। সেই সময়ে উপরের সারির বহু আমলারই প্রশিক্ষণের জন্য রাজ্যের বাইরে যাওয়ার সুযোগ ছিল না। মুখ্যমন্ত্রী জেলা সফরে যাওয়ার সময় এখন নবান্ন-কর্তাদের সঙ্গে নিয়ে যান। তখন সে সুযোগটুকুও ছিল না। ফলে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় রাখা থেকে শুরু করে পরিবর্তিত সময়ে কাজের ধরন বদলানো সম্পর্কে তাঁদের ধারণাও ছিল কম। গয়ংগচ্ছ সেই পরিবেশে শিথিল হয়ে পড়ে প্রশাসন। কাজের অফিসাররা তাই সুযোগ পেলেই দায়িত্ব নিয়ে দিল্লিতে চলে যান। ঝকঝকে কিছু অফিসারকে রাজ্যে ধরে রাখতে কেন্দ্রের সঙ্গে এক সময় সংঘাতও তৈরি হয়েছিল মমতার। তার পর থেকেই ডব্লিউবিসিএস অফিসারদের মধ্যে থেকে দক্ষ ও অভিজ্ঞদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবনায় আসে মুখ্যমন্ত্রীর। অফিসারদের সংগঠনের সঙ্গেও তিনি কথা বলেছিলেন। ঠিক হয়, অফিসারদের মধ্যে যাঁরা বছর ২০ কাজ করে যুগ্মসচিব পদে পৌঁছেছেন এবং অনেকটা চাকরি জীবন বাকি, তাঁদেরই প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

বলা হচ্ছে, প্রশাসনে দেড় হাজার ডব্লিউবিসিএস অফিসারের মধ্যে ২৬৫ জন সিনিয়র অফিসার রয়েছেন। এঁদের মধ্যে ২০ জন অফিসারকে এ বছরের গোড়ায় সিঙ্গাপুরের এল কে ওয়াই ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এ বার আরও ২০ জনকে বাছা হয়েছে অক্সফোর্ডের সামারভিল কলেজে প্রশিক্ষণের জন্য। ১ অগস্ট থেকে পাঁচ দিন প্রশিক্ষণ হবে গুড়গাঁওয়ে ওপি জিন্দাল গ্লোবাল ইউনির্ভাসিটিতে। সেখান থেকে অক্সফোর্ড যাবেন তাঁরা। প্রশিক্ষণ চলবে ৬ থেকে ১২ অগস্ট।

কর্মিবর্গ দফতরের ওই কর্তার কথায়— অন্ধ্র, তামিলনাড়ু, গুজরাত, মহারাষ্ট্রের মতো শিল্পোন্নত রাজ্যগুলিতে আমলাদের এই ধরনের প্রশিক্ষণ অনেক বছর ধরেই রয়েছে। তার ফলও পেয়েছে তারা। কিন্তু পশ্চিমবঙ্গের আর্থিক সঙ্গতি কম। তার মধ্যেও মুখ্যমন্ত্রী অফিসারদের প্রশিক্ষণে বিশেষ জোর দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, লন্ডন সফরেই এ বিষয়ে তিনি কথা বলে এসেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে।

সরকারের এই উদ্যোগে খুশি রাজ্যের আমলারাও। ডব্লিউবিসিএস এগজিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, ‘‘এই দাবি ছিলই। অফিসারদের পেশাদারিত্ব বাড়ানোটা জরুরি বিষয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement