জাল গোটাচ্ছে সিবিআই, সারদায় আরও বাড়ছে প্রভাবশালীদের নাম

সারদা-তদন্ত যত গুটিয়ে আনা হচ্ছে, তত জড়াচ্ছে আরও প্রভাবশালীর নাম। ইতিমধ্যেই রাজ্যের দুই আমলাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তালিকায় নাম রয়েছে আরও আমলার। তাঁদের মধ্যে কেউ কেউ অবসরও নিয়ে নিয়েছেন। কয়েক জন এখন রাজ্যের বেশ কয়েকটি দফতরের উচ্চপদে আসীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ০২:৫১
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

সারদা-তদন্ত যত গুটিয়ে আনা হচ্ছে, তত জড়াচ্ছে আরও প্রভাবশালীর নাম। ইতিমধ্যেই রাজ্যের দুই আমলাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তালিকায় নাম রয়েছে আরও আমলার। তাঁদের মধ্যে কেউ কেউ অবসরও নিয়ে নিয়েছেন। কয়েক জন এখন রাজ্যের বেশ কয়েকটি দফতরের উচ্চপদে আসীন।

Advertisement

অভিযোগ, মূলত রাজনৈতিক নেতা, মন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়ে আমলারা এমন সব ফাইলে সই করেছেন, যা বেআইনি সংস্থার পৃষ্ঠপোষকতাকেই মান্যতা দিচ্ছে। উদাহরণ দিয়ে সিবিআই কর্তা জানান, কেন্দ্রের নির্দেশে বেশ কিছু বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল রাজ্য। কিন্তু, তৃণমূল জমানায় সেই তদন্ত আচমকা বন্ধ হয়ে যায়। তদন্ত বন্ধ করার নির্দেশে যে সব আমলার সই রয়েছে, তাঁদের ডাকা হবে। সিবিআইয়ের প্রশ্ন, অভিযুক্ত সংস্থার মালিকানাধীন সংবাদপত্র সরকারি সমস্ত গ্রন্থাগারে রাখতে হবে— এমন নির্দেশ সম্বলিত ফাইলে যদি কোনও আমলার সই থাকে, তিনি কি দায়িত্ব এড়াতে পারেন?

সিবিআই সূত্রের খবর, শুধু সারদা বা রোজ ভ্যালি নয়, আরও কয়েকটি বেআইনি অর্থলগ্নি সংস্থার থেকে ‘সুবিধা’ নেওয়ার অভিযোগ উঠছে বেশ কিছু নেতা, মন্ত্রী, ব্যবসায়ীর বিরুদ্ধে। এঁদের আগামী কয়েক মাসের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement