North Sikkim

বহু পর্যটক এখনও আটকে, নিখোঁজ সেনাদের খোঁজে তল্লাশি চলছে উত্তর সিকিমে! ধস নামল এ বার কালিম্পঙেও

টানা বৃষ্টি এবং ধসের জেরে বিপজ্জনক হয়ে পড়েছে উত্তর সিকিমের বিভিন্ন এলাকা। ধসে লাচুং, লাচেনের রাস্তা বন্ধ রয়েছে। সরকারি সূত্রে খবর, সেখানে এখনও ১১৩ জন পর্যটক আটকে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৪:৩১
Share:

বিপর্যস্ত সিকিমে চলছে উদ্ধারকাজ। —নিজস্ব চিত্র।

টানা বৃষ্টি এবং ধসের জেরে বিপজ্জনক হয়ে পড়েছে উত্তর সিকিমের বিভিন্ন এলাকা। ধসে লাচুং, লাচেনের রাস্তা বন্ধ রয়েছে। সরকারি সূত্রে খবর, সেখানে এখনও ১১৩ জন পর্যটক আটকে রয়েছেন। পাশাপাশি নিখোঁজ হয়ে যাওয়া সেনাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

Advertisement

উত্তর সিকিমের লাচেন জেলার ছাতেনে রবিবার রাতে সেনাশিবিরে ধস নেমে তিন জনের মৃত্যু হয়। মঙ্গলবার রাত পর্যন্ত ছয় জন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিশেষ দল। সেনা সূত্রে খবর, উন্নত মানের মেশিনও ব্যবহার করা হচ্ছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। তা ছাড়া, ২৯ মে উত্তর সিকিমের মুনসিথাংয়ে পর্যটকদের গাড়ি তিস্তার খাদে পড়ে যাওয়ার ঘটনায় এখনও আট জন নিখোঁজ। তাঁদের খোঁজেও চলছে তল্লাশি।

মঙ্গলবার সেনার বিশেষ হেলিকপ্টারে করে দুই বিদেশ পর্যটক-সহ বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছিল। এখনও যাঁরা আটকে রয়েছেন, তাঁদের আকাশপথে উদ্ধার করা সম্ভব কি না, তা দেখা হচ্ছে। আবহাওয়া খারাপ হওয়ায় কপ্টারে উদ্ধার করা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে।

Advertisement

অন্য দিকে, কালিম্পঙের লিকুভিড়েও নতুন করে ধস নেমেছে। যার জেরে ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ রেখেছে জেলা প্রশাসন।

সিকিম প্রশাসন সূত্রের খবর, সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাং বর্তমান পরিস্থিতি ও উদ্ধারকাজে নজরদারি করছেন। ‘ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স’ (এনডিআরএফ), সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, সেনাবাহিনীর তরফে ছাতেনে উদ্ধারকাজ এবং ত্রাণ পাঠানো শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে দু’টি হেলিকপ্টারে ছাতেনে আটকে থাকা ৩৪ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে সাত সেনা পরিবারের সদস্য এবং ২৭ জন পর্যটক রয়েছেন। তাঁদের উদ্ধার করে পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। সেখানে সকলের প্রাথমিক চিকিৎসা করানো হয়। তবে আবহাওয়ার অবনতি হওয়ায় পরে আর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ করা সম্ভব হয়নি।

অন্য দিকে, এনডিআরএফ-এর ২৩ জনের একটি দল ছাতেনে পৌঁছেছে। লাচেন এবং ছাতেনের মাঝে সেনা একটি ফুটব্রিজ তৈরি করেছে। যাতে লাচেনে আটকে থাকা পর্যটকদের ছাতেনে এনে, সেখান থেকে পরে হেলিকপ্টারে উদ্ধার করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement