শোকের মধ্যেই পালিত হল গণ ভাইফোঁটা

প্রতি বছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দাদা পীযূষ মুখোপাধ্যায়কে ফোঁটা দিয়ে অনুষ্ঠানের সূচনা হত। শুক্রবার বিকেলে তাঁর প্রয়াণে কার্যত শোকের মধ্য দিয়েই পালিত হল এই উৎসব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ০১:০৮
Share:

ফোঁটা: বোলপুরে। ফাইল চিত্র

শোকের মধ্য দিয়েই নিয়ম রক্ষার্থে বোলপুরের জামবুনিতে স্থানীয় বাসিন্দা হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের উদ্যোগে জাতি-ধর্ম নির্বিশেষে পালিত হল গণ ভাইফোঁটা। প্রতি বছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দাদা পীযূষ মুখোপাধ্যায়কে ফোঁটা দিয়ে অনুষ্ঠানের সূচনা হত। শুক্রবার বিকেলে তাঁর প্রয়াণে কার্যত শোকের মধ্য দিয়েই পালিত হল এই উৎসব।

Advertisement

এ দিন একই ভাবে ম্যাগনাম সংঘের উদ্যোগে পালিত হল গণ ভাইফোঁটা, অতিরিক্ত জেলা পুলিশসুপার (বোলপুর) অম্লানকুসুম ঘোষের নেতৃত্বে শান্তিনিকেতন থানা ও কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে গিয়ে ফোঁটা দেন মহিলা পুলিশ কর্মীরা।

শ্রদ্ধা: দাদা পীযূষ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছেন প্রণববাবু। মিরিটিতে। ছবি: সোমনাথ মুস্তাফি

Advertisement

জামবুনির দক্ষিণপল্লির বাসিন্দা, পেশায় পুরোহিত হরিপ্রসাদ চট্টোপাধ্যায় দীর্ঘ ১৪ বছর ধরে এলাকার ছেলেমেয়েদের নিয়ে গণ ভাইফোঁটা উৎসব করে আসছেন। সারা বছর নিজের আয়ের থেকে বাঁচিয়ে রাখা অর্থে তিনি এই উৎসব উদযাপন করেন। এলাকার খুদে মেয়েরা জাতি-ধর্ম নির্বিশেষে প্রায় ১৫০ জন ছেলেমেয়েকে ভাইফোঁটা দেন। অনুষ্ঠানে ছিলেন, স্থানীয় কাউন্সিলর তথা বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি, বোলপুর মহকুমাশাসক শম্পা হাজরা প্রমুখ।

হরিপ্রসাদবাবু বলেন, “এলাকার অভিভাবক পীযূষবাবুকে ফোঁটা দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হত প্রতি বছর। এ বার আর হল না। শোকের মধ্য দিয়েই শুধুমাত্র নিয়ম রক্ষা করতে অনুষ্ঠানটি করলাম। পীযূষবাবুর প্রয়াণে সকলেই শোকাহত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন