by election

Bye Election: শত্রুঘ্নর বিরুদ্ধে আসানসোলের বিজেপি-র প্রার্থী কি ভূমিপুত্র জিতেন?

সম্প্রতি আসানসোল পুর নির্বাচনে বিজেপি পর্যুদস্ত হলেও, জিতেন নিজের দায়িত্বে থাকা ওয়ার্ডগুলিতে বিজেপি প্রার্থীদের জিতিয়ে এনেছেন। ভূমিকন্যা হিসেবে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নামও উঠে আসছে কোনও কোনও মহল থেকে। তবে তিনি নিজে উপনির্বাচনে দাঁড়াতে আগ্রহী নন বলেই সূত্রের খবর। বরং নিজের বিধানসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ২০:০১
Share:

আসানসোলের উপনির্বাচনে ভুমিপুত্র জিতেনকেই চায় বিজেপি-র একাংশ। ফাইল চিত্র।

আসানসোলের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম নিয়ে জোর জল্পনা চলছে! তৃণমূল এই আসনে প্রার্থী করেছে প্রবীণ রাজনীতিক তথা অভিনেতা শক্রঘ্ন সিনহাকে। যিনি বাংলার ভোটার পর্যন্ত নন। তাই তাঁর বিরুদ্ধে মোকাবিলা করতে বিজেপি ময়দানে নামতে চায় আসানসোলের কোনও ভূমিপুত্রকে। তবে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন তিওয়ারি। ২০২১ সালের বিধানসভা ভোটের আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন। পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী হয়ে পরাজিত হন তিনি।

Advertisement

সম্প্রতি আসানসোল পুর নির্বাচনে বিজেপি পর্যুদস্ত হলেও, জিতেন নিজের দায়িত্বে থাকা ওয়ার্ডগুলিতে বিজেপি প্রার্থীদের জিতিয়ে এনেছেন। ভূমিকন্যা হিসেবে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নামও উঠে আসছে কোনও কোনও মহল থেকে। তবে তিনি নিজে উপনির্বাচনে দাঁড়াতে আগ্রহী নন বলেই সূত্রের খবর। বরং নিজের বিধানসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান তিনি।

তবে শত্রুঘ্নর মতো ওজনদার প্রার্থীর মোকাবিলা করতে জিতেনের মতো স্থানীয় প্রভাবশালী নেতাকেই দাঁড় করাতে চায় রাজ্য বিজেপি-র একাংশ। আসানসোলের ভোটের দায়িত্ব পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আসানসোলের জন্য তাঁরও পছন্দের প্রার্থী জিতেনই। কারণ, শত্রুঘ্ন প্রার্থী হওয়ার পর স্থানীয় কোনও প্রার্থী দিয়েই তাঁর বিরুদ্ধে আসানসোলবাসীর কাছে ভোট চাওয়ার কৌশল প্রয়োগ করতে চায় বিজেপি। রাজ্য বিজেপি-র এক নেতার কথায়, ‘‘জিতেন এক সময় তৃণমূলের হয়ে লোকসভা ও বিধানসভা ভোট পরিচালনার দায়িত্বে থাকতেন। সঙ্গে প্রাক্তন মেয়র হিসেবেও আসানসোলের মানুষের কাছে তাঁর পরিচিতি রয়েছে। নতুন করে আর প্রার্থী পরিচিতির দরকার হবে না। তাই জিতেনই হবেন আসানসোলের ভোটের সঠিক প্রার্থী। কিন্তু প্রার্থী চয়নে সিদ্ধান্ত নেবে দিল্লিই।’’

Advertisement

অন্য দিকে, বালিগঞ্জের উপনির্বাচনে বাবুল সু্প্রিয় বিরুদ্ধে প্রার্থী হতে পারেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটেও প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন লোকনাথই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন