মৌসমকে পরিচয় করাতে বৈঠক

লোকসভা ভোটের আগে সমন্বয় গড়ে তুলতে সদ্য দলে যোগ দেওয়া সাংসদ মৌসম নুরের সঙ্গে উত্তর মালদহ লোকসভা এলাকার দলীয় জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করল মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১৯
Share:

মৌসম বেনজির নুর। ফাইল চিত্র।

লোকসভা ভোটের আগে সমন্বয় গড়ে তুলতে সদ্য দলে যোগ দেওয়া সাংসদ মৌসম নুরের সঙ্গে উত্তর মালদহ লোকসভা এলাকার দলীয় জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করল মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার মালদহ জেলা সদর ইংরেজবাজার শহরের সুকান্ত মোড়ে থাকা জেলা তৃণমূল কার্যালয়ে সেই বৈঠক হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের ব্লক পর্যবেক্ষক ও সভাপতিদের পাশাপাশি জেলা পরিষদের নির্বাচিত সদস্যরাও যাতে দলীয় প্রার্থীকে জেতাতে কোমর বেঁধে ভোট প্রচারের ময়দানে নামে সেই বার্তাই এ দিন বৈঠকে দেওয়া হয়েছে। পাশাপাশি, যেহেতু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর মালদহ আসনে দলীয় প্রার্থী হিসেবে মৌসমের নাম ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, সেহেতু মৌসমের সঙ্গে জেলা পরিষদের সদস্যদের এ দিন পরিচয় পর্ব মিটিয়ে এখন থেকেই ভোট প্রচারের রূপরেখা তৈরি করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

গত মাসেই মালদহ জেলায় সভা করে তৃণমূলের মালদহ জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে এ বারের লোকসভা ভোটে দলের দখলে থাকা প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অন্তত পাঁচ হাজার করে ভোট লিড দিতে হবে।

তাঁদের সঙ্গে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সদস্যদেরও কাজে লাগানোর পরামর্শ দিয়ে যান। ব্লক সভাপতিদের সঙ্গে সমন্বয় রক্ষা করে সেই কাজে ঝাঁপিয়ে পড়ারও নির্দেশ দিয়ে যান তিনি।

Advertisement

এ দিকে এরই মাঝে গত ২৮ জানুয়ারি নবান্নে গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন মালদহ জেলা কংগ্রেসের সভানেত্রী তথা উত্তর মালদহের সাংসদ মৌসম নুর।

ঠিক হয়েছে, জেলা পরিষদের সদস্যরাই এখন মৌসমকে নিয়ে ব্লকে ব্লকে সভা করে স্থানীয় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর পরিচয় করাবেন। ৮ তারিখ থেকে সেই সভার কাজ শুরু করা হবে এবং ১৪ তারিখের মধ্যে পরিচয়পর্ব শেষ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন