রেলযাত্রীদের স্মারকলিপি

স্টেশনের ফুট-ওভার ব্রিজ, টিকিট কাউন্টার চালু-সহ সাত দফা দাবিতে স্মারকলিপি জমা দিলেন রেলযাত্রীরা। সোমবার বালিচকের স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি দেয় ‘বালিচক স্টেশন উন্নয়ন কমিটি’। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার মাঝে এই স্টেশনে এত দিনেও দু’টি প্ল্যাটফর্মের মাঝে পারাপারের জন্য ফুট-ব্রিজ হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:৫৭
Share:

স্টেশনের ফুট-ওভার ব্রিজ, টিকিট কাউন্টার চালু-সহ সাত দফা দাবিতে স্মারকলিপি জমা দিলেন রেলযাত্রীরা। সোমবার বালিচকের স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি দেয় ‘বালিচক স্টেশন উন্নয়ন কমিটি’। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার মাঝে এই স্টেশনে এত দিনেও দু’টি প্ল্যাটফর্মের মাঝে পারাপারের জন্য ফুট-ব্রিজ হয়নি। স্টেশনের উত্তর দিকের টিকিট কাউন্টার তৈরির পরেও বন্ধ পড়ে। বাসস্ট্যান্ড নির্মাণ, স্টেশনের ধারে বাস যাওয়ার রাস্তার বেহাল বলেও অভিযোগ যাত্রীদের। এই সব দাবি পূরণে গত ২৭ মার্চ খড়্গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও সুরাহা না হওয়ায় এ দিন ফের স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি দেওয়া হল। এ দিনের কর্মসূচির নেতৃত্বে থাকা কমিটির সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “এই স্টেশনে প্রতিদিন ১ লক্ষ ৮০হাজার টাকার টিকিট বিক্রি হয়। অথচ যাত্রীরা পরিষেবা পাচ্ছেন না। রেলকে বারবার জানিয়েও লাভ হচ্ছে না। জুন মাসের পরেও কাজ না হলে রেল অবরোধ করব।’’ স্টেশন মাস্টার দশরথ বৈরাগীর অবশ্য বক্তব্য, “কিছু পরিকল্পনা রেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কিন্তু অর্থের অভাবে পিছিয়ে আসতে হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব কাজগুলি করার চেষ্টা করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন