শালবনিতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মারুতির, মৃত ৪

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। গুরুতর আহত একজন। রবিবার সকাল ১০টা নাগাদ শালবনির হাতিমারা মোড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ইমান আলি (৩২), শীতল মাহাত (৪২), খোকন মাহাত (২৬) এবং তারক মাহাত (৩১)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০১৬ ১৫:৪১
Share:

দুর্ঘটনার জেরে এ ভাবেই দুমড়ে গেছে মারুতি ভ্যানটি। —নিজস্ব চিত্র।

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। গুরুতর আহত একজন। রবিবার সকাল ১০টা নাগাদ শালবনির হাতিমারা মোড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ইমান আলি (৩২), শীতল মাহাত (৪২), খোকন মাহাত (২৬) এবং তারক মাহাত (৩১)।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃতদের চার জনই মৌপাল এলাকার বাসিন্দা। এ দিন চন্দ্রকোণা রোডে একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য মারুতি ভ্যানে চড়ে রওনা দেন ওই পাঁচ জন। কিন্তু, ব্যক্তিগত কারণ দেখিয়ে ড্রাইভার ইমান আলিকে গাড়ি ঘোরাতে বলেন বাকি যাত্রীরা। ফলে মাঝ রাস্তাতেই গাড়ি ঘুরিয়ে নেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিমারা মোড়ের কাছে উল্টো দিক থেকে একটি ট্রাক দ্রুত গতিতে আসছিল। ওই ট্রাকের সঙ্গেই মুখোমুখি সংঘর্ষ হয় মারুতির। ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় মারুতি ভ্যানটি। প্রচণ্ড শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই ড্রাইভার-সহ চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রাণে বাঁচলেও জখম হয়েছেন অনন্ত হাঁসদা। পুলিশ জানিয়েছে, মৃতদের ময়নাতদন্ত চলছে।

আরও পড়ুন

Advertisement

ট্রাকের ধাক্কায় মৃত তিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement