‘অধীর অশিক্ষিত’, আক্রমণ শুভেন্দুর

বিধানসভার ভোটে বামফ্রন্ট-কংগ্রেসের জোট বাঁধার প্রসঙ্গ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে অশিক্ষিত বলে আক্রমণ করলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। দলের বিধানসভার প্রার্থীদের সমর্থনে রবিবার তমলুকের নিমতৌড়িতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকা এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘ দুর্ভাগ্য অশিক্ষিত, স্কুলের মুখ দেখেননি এমন একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০০:৫১
Share:

বিধানসভার ভোটে বামফ্রন্ট-কংগ্রেসের জোট বাঁধার প্রসঙ্গ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে অশিক্ষিত বলে আক্রমণ করলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। দলের বিধানসভার প্রার্থীদের সমর্থনে রবিবার তমলুকের নিমতৌড়িতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকা এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘ দুর্ভাগ্য অশিক্ষিত, স্কুলের মুখ দেখেননি এমন একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি। তাঁর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আরএসপি, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, সিপিআই, সিপিএম করে আজকে কংগ্রেস। তিনি সিপিএমের পাতা ফাঁদে পা দিয়েছেন।’’ এ দিন সভায় শুভেন্দু সিপিএমকে আক্রমণ বলেন, ‘‘তৃণমূলকে হারাতে শুধু সিপিএম নয়, আগে সিপিএমের বিরুদ্ধে যে দল লড়াই করত সেই কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে। আমাদের এটা রুখতে হবে।’’ নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ‘‘সিপিএম জিতলে ফের নন্দীগ্রামের মত অত্যাচার হবে। আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement