বন্‌ধে বন্ধ, বিক্ষোভ ব্যাঙ্ক-স্কুলে

বামেদের ডাকা বন্‌ধে ব্যাঙ্ক না খোলায় গ্রাহকদের নিয়ে অবস্থানে বসল তৃণমূল। শুক্রবার সবংয়ের ভেমুয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই শাখায় কর্মীদের ঢুকতে বাধাও দেন অবস্থানকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৩
Share:

বামেদের ডাকা বন্‌ধে ব্যাঙ্ক না খোলায় গ্রাহকদের নিয়ে অবস্থানে বসল তৃণমূল। শুক্রবার সবংয়ের ভেমুয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই শাখায় কর্মীদের ঢুকতে বাধাও দেন অবস্থানকারীরা। নেতৃত্বে ছিলেন যুব তৃণমূলের ব্লক কমিটির নেতা তরুণ মিশ্র। তবে দলীয় পতাকা ছিল না। ব্যাঙ্কের ম্যানেজার মনীশ লাল বলেন, “সকাল থেকে ব্যাঙ্কের সামনে অবস্থান চলায় ব্যাঙ্ক খুলতে পারিনি। বন্‌ধে ব্যাঙ্ক খুলিনি বলে ওঁরা অবস্থান করেছেন।’’ দুপুর পর্যন্ত অবস্থানের পরে ব্যাঙ্কের আঞ্চলিক আধিকারিকেরা এলে অবস্থান ওঠে।

Advertisement

সবংয়েরই বনাই প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না আসায় শুক্রবার বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। বাম বন্‌ধে স্কুলে বন্ধ রাখায় বৃহস্পতিবার প্রধান শিক্ষক কালীপদ মুর্মুকে তৃণমূলের লোকজন মারধর করে বলে অভিযোগ। শুক্রবার আর প্রধান শিক্ষক স্কুলে যাননি। কালীপদবাবু বলেন, “বন্‌ধে পড়ুয়ারা না আসায় স্কুলে গিয়েও ফিরে এসেছিলাম। তার জেরে তৃণমূলের লোকেরা আমাকে মারধর করায় স্কুলে যেতে পারিনি।’’ স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি বলেন, “ব্যাঙ্কের কর্মীরা বন্‌ধে না আসায় গ্রাহকেরা পরিষেবা পায়নি। তাই প্রতিবাদ হয়েছে। তবে শিক্ষক নিগ্রহের ঘটনা জানা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement