মেডিক্যাল

পাচার-কাণ্ডে বিক্ষোভ

শিশু পাচারের অভিযোগ সামনে আসার পর শোরগোল পড়েছে মেদিনীপুরে। বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি করে এসইউসি। হাসপাতালে স্মারকলিপি দেওয়া হয়। b

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ০০:৫৯
Share:

শিশু পাচারের অভিযোগ সামনে আসার পর শোরগোল পড়েছে মেদিনীপুরে। বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি করে এসইউসি। হাসপাতালে স্মারকলিপি দেওয়া হয়। উপযুক্ত প্রশাসনিক তদন্ত করে শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে ডিএসও। পাশাপাশি, মাতৃযান নিয়ে হাসপাতালের মধ্যে যে দুষ্টচক্র গড়ে উঠেছে তাও নির্মূল করার দাবি জানানো হয়েছে। নেতৃত্বে ছিলেন প্রাণতোষ মাইতি। মেডিক্যালের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপিও। শিশু পাচার চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় এই বিক্ষোভ কর্মসূচি হয়।

Advertisement

নেতৃত্বে ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি অরূপ দাস, বিজেপির শহর সভাপতি অজয় সাউ প্রমুখ। আগে কয়েকটি নার্সিং হোমে এই অভিযোগ উঠছিল। এ বার খোদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু পাচারের অভিযোগ উঠেছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক আয়া সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির দাবি, মেদিনীপুর মেডিক্যালেও দুষ্টচক্র সক্রিয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। চক্রের সঙ্গে যুক্ত বাকিদেরও গ্রেফতার করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement