বিক্ষোভ এসইউসির

বন্যায় কবলিত এলাকার দ্রুত জল নিকাশির ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত নদী বাঁধ মেরামতি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও সেচ দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এসইউসি কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা এসিউসি কর্মী-সমর্থকরা তমলুক শহরে হাসপাতাল মোড়ে জমায়েত হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০১:২২
Share:

বন্যায় কবলিত এলাকার দ্রুত জল নিকাশির ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত নদী বাঁধ মেরামতি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও সেচ দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এসইউসি কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা এসিউসি কর্মী-সমর্থকরা তমলুক শহরে হাসপাতাল মোড়ে জমায়েত হন। এরপর তাঁরা মিছিল করে জেলা শাসকের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। বক্তব্য রাখেন এসইউসির জেলা কমিটির সদস্য মধুসূদন বেরা, জেলা কমিটির মুখপাত্র নারায়ণ নায়েক।
মধুসূদনবাবুর অভিযোগ, ‘‘জেলার বেশিরভাগ নিকাশি খালগুলি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ও খালের মধ্যে মাছ ধরার জাল পেতে রাখার ফলে বর্ষার নিকাশি জল দ্রুতগতিতে বের হচ্ছে না। ফলে জেলার কৃষকদের ব্যপক ক্ষতি হয়েছে।’’ এসইউসি নেতৃত্বের দাবি, মজে যাওয়া খালগুলি পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে হবে, ভেঙে যাওয়া নদী, খাল বাঁধ মেরামতি করতে হবে ও জলমগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ধান, সব্জি, মাছ চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement