শাসক দলের সভায় মাইক

সেই কারণে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় এবং এই জেলাতেও বিজেপির সঙ্কল্প যাত্রায় বাইক মিছিল আটকে দিল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০০:২০
Share:

পাঁশকুড়ায় তৃণমূলের কর্মিসভায় মাইক। রবিবার। —নিজস্ব চিত্র।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। সেই কারণে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় এবং এই জেলাতেও বিজেপির সঙ্কল্প যাত্রায় বাইক মিছিল আটকে দিল পুলিশ। কিন্তু পরীক্ষার মধ্য মাইক বাজানো নিষিদ্ধ হলেও রবিবার সেই মাইক বাজিয়েই পাঁশকুড়ায় তৃণমূলের কর্মিসভা নিয়ে প্রশ্ন উঠল।

Advertisement

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাঁশকুড়ার নারায়ণদিঘি ফুটবল ময়দানে পাঁশকুড়া শহর তৃণমূলের আয়োজনে এ দিন কর্মিসভার আয়োজন করা হয়। সভায় আগত কর্মী সমর্থকদের বসার জন্য ছিল চেয়ারের ব্যবস্থা। বক্তাদের কথা শোনার জন্য সভাস্থলে ছিল গোটা পনেরো সাউন্ড বক্স। এখানেই শেষ নয়। কার্যত জনসভার মতোই সভাস্থলের বাইরে লাগানো ছিল ৯টি মাইকের চোঙ। যা যথেষ্ট জোরে বেজেছে বলেই স্থানীয় মানুষের অভিযোগ।

এ দিন সকাল ১১টা থেকে শুরু হয় বক্তৃতা। মঞ্চে তখন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক ফিরোজা বিবি, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি-সহ পাঁশকুড়া ব্লক তৃণমূল নেতৃত্ব। দুপুর পৌনে একটা নাগাদ সভাস্থলে পৌঁছন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাইক হাতে পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান স্লোগান দিচ্ছিলেন। মঞ্চে উঠে অসন্তুষ্ট শুভেন্দুবাবু বাকি নেতাদের নির্দেশ দেন মাইকের আওয়াজ কমানোর জন্য। মন্ত্রীর নির্দেশে কমে মাইকের আওয়াজ। পরে শহিদ বেদিতে ফুল দেওয়ার সময় আরও একবার শুভেন্দুবাবু জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই মাইকের আওয়াজ কমাতে হবে।

Advertisement

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যখন মাইক দিয়ে সভা-সমিতি করার প্রশাসনিক অনুমতি নেই, তখন মাইক বাজিয়ে শাসক দলের কর্মিসভার আয়োজনে প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। পাঁশকুড়া পুরসভার বিরোধী নেতা বিজেপির সিন্টু সেনাপতি বলেন, ‘‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণ দেখিয়ে আমাদের সঙ্কল্প যাত্রা উপলক্ষে জেলার সর্বত্র বাইক র‌্যালি আটকে দিয়েছে পুলিশ-প্রশাসন। কয়েক জায়গায় দলীয় কর্মীদের পুলিশ মারধরও করেছে। অথচ উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই মাইক বাজিয়ে সভা করছে তৃণমূল। শাসক দল যে ক্ষমতার অপপ্রয়োগ করে এটাই তার প্রমাণ।’’

যদিও পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ কুমার মিশ্রর দাবি, ‘‘শুধুমাত্র বক্স বাজিয়ে কর্মিসভা হয়েছে। আউটপুট সাউন্ড বন্ধ ছিল। পরীক্ষার জন্য নয়, মঞ্চে কম্পন বেশি হওয়ার জন্য মন্ত্রী আওয়াজ কমাতে বলেছিলেন। তা ছাড়া রবিবার ও সোমবার উচ্চ মাধ্যমিকের কোনও পরীক্ষা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন