শিবরাত্রিতেও বাদ গেল না ডিজে’র দাপট 

এ দিন ছিল শিবরাত্রি অমাবস্যা। শিবের মন্দিরে ভক্তদের ঢল দেখা গিয়েছে এগরা, পটাশপুর, ভগবানপুরে। দূরের নদী থেকে জল নিয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে আসেন ভক্তেরা। সেই আসার পথে ট্রলি-ভ্যান রিকশায় ডিজে ও মাইক বাজিয়ে খুব জোরে গান চালানো হয়েছে বলে অভিযোগ। স্কুল, কলেজ বা হাসপাতালের সামনেও ওই শব্দ- দানবে রাশ টানা হয়নি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০৭:০০
Share:

শিবরাত্রিতে ডিজে। নিজস্ব চিত্র

পুলিশ যতই আশ্বাস দিক, অভিযান চালাক— উৎসব এলেই যে মাইক এবং ডিজে’র তাণ্ডব শুরু হয়ে যায়, শিবরাত্রিতে তার ফের প্রমাণ মিলল। সোমবার সকাল থেকে এগরা মহকুমার বিভিন্ন গ্রামীণ এলাকায় কার্যত প্রশাসনের নাকের ডগায় বেরলো ডিজে ও মাইক বাজিয়ে শোভাযাত্রা। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন ওই শব্দ-দাপটে ভুগলেন পরীক্ষার্থীরা।

Advertisement

এ দিন ছিল শিবরাত্রি অমাবস্যা। শিবের মন্দিরে ভক্তদের ঢল দেখা গিয়েছে এগরা, পটাশপুর, ভগবানপুরে। দূরের নদী থেকে জল নিয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে আসেন ভক্তেরা। সেই আসার পথে ট্রলি-ভ্যান রিকশায় ডিজে ও মাইক বাজিয়ে খুব জোরে গান চালানো হয়েছে বলে অভিযোগ। স্কুল, কলেজ বা হাসপাতালের সামনেও ওই শব্দ- দানবে রাশ টানা হয়নি।

স্থানীয় সূত্রে খবর, এগরা শহরের বুকে পুলিশের নিষেধাজ্ঞার জন্য ডিজের উৎপাত তেমন দেখা না গেলেও গ্রামীণ রাস্তায় ডিজে বাজানো নিয়ে কোনও রাখঢাক ছিল না। এগরা-১ ব্লকে ছত্রী, আলমগিরি, জেরথান এগরা-২ ব্লকের বাসুদেবপুর, সর্বত্রই এ দিন দেদার ডিজে বেজেছে বলে অভিযোগ। স্থানীয়েরা জানাচ্ছেন, পটাশপুর এবং ভগবানপুরে প্রকাশ্যে রাজ্য সড়কের উপরেই ডিজে বাজিয়ে গিয়েছে শোভাযাত্রা।

Advertisement

পটাশপুরে এক ব্যবসায়ী সুশান্ত মাইতি বলেন, ‘‘ডিজের শব্দে বুক ধড়ফড় করছিল। আমাদের যদি এই অবস্থা হয়, তো বয়স্ক মানুষদের শব্দের কী হবে! প্রশাসন কিছুই করেনি।’’ এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সায়ন জানার কথায়, ‘‘দিনভর এলাকায় ডিজে বেজেছে। পড়াশোনার তো অসুবিধা হবেই।’’

এ ব্যাপারে এগরার এসডিপিও শেখ আখতার আলি অবশ্য বলছেন, ‘‘এগরা মহকুমায় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ রাস্তা জুড়ে নজর রেখেছে। কোথাও এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement