TMC

নাটক বন্ধ

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বহিরাগতদের এনে ঝামেলা করার হুমকি দিয়ে তৃণমূল নাটক বন্ধ করে দিয়েছে।’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:৪২
Share:

—প্রতীকী চিত্র।

শতবর্ষ প্রাচীন মকর সংক্রান্তির মেলায় তৃণমূলের নেতাদের চাপে নাটক মঞ্চস্থ করতে না পারার অভিযোগ উঠল। ঘটনাস্থল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর নিজের এলাকা কাঁথি। বিতর্কিত নাটকের নাম— ‘অসহায় পশ্চিমবঙ্গ’।

কাঁথি-৩ ব্লকের পূর্ব ধান্দালিবাড় গ্রামের গঙ্গাপুজোর এ বার শতবর্ষ। ১২ জানুয়ারি থেকে পুজোর পাশাপাশি চলছে নানা অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় সেখানেই হওয়ার কথা ছিল ওই নাটকের। নাট্যকর্মী কৌশিক অধিকারী এই নাটকের নির্দেশক। অভিযোগ, শেষ মুহূর্তে নাটক বাতিল হিসেবে ঘোষণা করতে বাধ্য হয় মেলা কমিটি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বহিরাগতদের এনে ঝামেলা করার হুমকি দিয়ে তৃণমূল নাটক বন্ধ করে দিয়েছে।’ ওই মেলা কমিটির সম্পাদক অরবিন্দ বেরারও দাবি, “তৃণমূলের স্থানীয় নেতারা ভেতর থেকে চাপ দিচ্ছিলেন। বলেছিলেন, কী করে ‘অসহায় পশ্চিমবঙ্গ’ নাটক মঞ্চস্থ হয় দেখে নেবেন। পরে বেশ কয়েক জন এই নাটক নিয়ে লিখিত আপত্তি রয়েছে বলে জানান। যেহেতু সকলকে নিয়ে মেলা করতে হয়, তাই বাধ্য হয়ে নাটক বাতিল করতে হয়েছে।”

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “এমন ঘটনায় স্পষ্ট রাজ্যে সাধারণ মানুষের বাক্‌-স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই।” রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, “ওই এলাকার বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির। সাংগঠনিক ভাবে ওরা এগিয়ে। অভিযোগের বাস্তবতার অভাব আছে বলে মনে হয়।” তৃণমূলের উত্তর কাঁথি বিধানসভার কো-অর্ডিনেটর তরুণ জানার দাবি, “কোন নাটক হবে, কোনটা হবে না মেলা কমিটি ঠিক করেছে। বিজেপি রাজনীতি করতে চাইছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন