Man Lost Eye-Sight

স্বঘোষিত চিকিৎসকের ভুল অস্ত্রোপচার, চিরদিনের জন্য দৃষ্টি হারালেন মেদিনীপুরের বৃদ্ধ

আক্রান্তের পরিবারের অভিযোগ, কোনও বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ নয় তিনি নিজে অস্ত্রোপচার-সহ যাবতীয় চিকিৎসা করেছিলেন সুধীরের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০১:২৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্বঘোষিত চিকিৎসকের অস্ত্রোপচারে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারালেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বৈরামপুর এলাকার বাসিন্দা, বছর তেষট্টির বৃদ্ধ সুধীর কোটাল। অভিযোগ কেশিয়াড়ির কুকাই চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা দিলীপকুমার দাসের বিরুদ্ধে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে তালা ঝুলিয়ে দেওয়া হল ওই হাসপাতালে।

Advertisement

সূত্রের খবর, এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত দিলীপ নিজেকে ‘চিকিৎসক' হিসেবেই পরিচয় দেন। আক্রান্তের পরিবারের অভিযোগ, কোনও বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ নয় তিনি নিজে অস্ত্রোপচার-সহ যাবতীয় চিকিৎসা করেছিলেন সুধীরের। তারপর থেকে দৃষ্টিশক্তি হারান তিনি। পরিবারের তরফ থেকে জেলা স্বাস্থ্য দফতরে বিষয়টি জানানো হলে তারা তদন্তে নামে।

জেলা স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকায় ওই হাসপাতাল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, এক সপ্তাহের মধ্যে হাসপাতালের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের উপযুক্ত ব্যাখ্যা চেয়েছে দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement