আন্দামানে গিয়ে এজেন্টের অপমৃত্যু

আন্দামানে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল রোজভ্যালির এক এজেন্টের। তমলুকের ধলহরা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম (৪৭) গত বৃহস্পতিবার আন্দামানের উদ্দেশে রওনা দিয়েছিলেন কাজের সন্ধানে। সোমবার সেখানে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর মঙ্গলবার দুপুরে মৃতদেহ এসে পৌঁছয় দমদম বিমান বন্দরে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে রবিউল গৃহশিক্ষকতার পাশাপাশি ওই অর্থলগ্নি সংস্থার এজেন্ট হিসাবে কাজ করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০০:৪৮
Share:

আন্দামানে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল রোজভ্যালির এক এজেন্টের। তমলুকের ধলহরা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম (৪৭) গত বৃহস্পতিবার আন্দামানের উদ্দেশে রওনা দিয়েছিলেন কাজের সন্ধানে। সোমবার সেখানে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর মঙ্গলবার দুপুরে মৃতদেহ এসে পৌঁছয় দমদম বিমান বন্দরে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে রবিউল গৃহশিক্ষকতার পাশাপাশি ওই অর্থলগ্নি সংস্থার এজেন্ট হিসাবে কাজ করতেন। গত মাসে গৌতম কুণ্ডু গ্রেফতারের পর এলাকার আমানতকারীরা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। পঞ্চায়েত প্রধান তৃণমূলের ফরিদা বিবি বলেন, ‘‘রবিউলের কাছ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার জন্য মুচলেকাও লিখিয়ে নিয়েছিলেন আমানতকারীরা। বৃহস্পতিবার আমার কাছে এসে বলেন আন্দামান যাচ্ছেন কাজের খোঁজে।’’ রবিউলের স্ত্রী সেলিনা বিবি বলেন, ‘‘পাওনাদাররা খুব চাপ দিচ্ছিল। মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন। তাই কাজের খোঁজে এক আত্মীয়ের বাড়ি আন্দামানে গিয়েছিলেন।’’ তমলুক থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান জানান, এ বিষয়ে কোনও অভিযোগ থানায় হয়নি।

Advertisement

মারের নালিশ। জমি নিয়ে বিবাদের জেরে এক মহিলার চুল কেটে, মারধরের অভিযোগ উঠল পরিবারে লোকেদের বিরুদ্ধে। মঙ্গলবার পাঁশকুড়ার আমড়াগোয়াল গ্রামের ঘটনা। ওই মহিলাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলা পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, ‘‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন