হেনস্থার অভিযোগ, বিক্ষোভ থানায়

মোবাইল টাওয়ারের কর্মীদের আটক করে পুলিশি হেনস্থার অভিযোগে থানার সামনে বিক্ষোভ দেখালেন মোবাইল অপারেটররা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০১:০৮
Share:

মোবাইল টাওয়ারের কর্মীদের আটক করে পুলিশি হেনস্থার অভিযোগে থানার সামনে বিক্ষোভ দেখালেন মোবাইল অপারেটররা।

Advertisement

বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর এগরার ঘটনা। ঘটনার প্রতিবাদে এগরা মহকুমায় বেসরকারি মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ ওই বেসরকারি মোবাইল সংস্থার কর্মীদের ছেড়ে দেয়।

পুলিশ মোবাইল অপারেটর সংস্থার কর্মীদের হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘জেলার বিভিন্ন এলাকায় মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির বিষয়ে অভিযোগ আসছিল। বুধবার গভীর রাতে এগরা শহরে গাড়িতে করে এরকম ব্যাটারি নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ ওই গাড়ির চারজনকে জিজ্ঞাসাবাদ করেছিল। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। হেনস্থার অভিযোগ ঠিক নয়।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় দেড়টা নাগাদ একটি বেসরকারি মোবাইল অপারটের সংস্থার চারকর্মী একটি গাড়িতে চেপে ৮ টি ব্যাটারি নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ওই সড়কে টহলরত পুলিশ বাহিনী গাড়িটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করে তাঁর কথায় অসঙ্গতি পায়। এরপর পুলিশ তাঁদের মারধর করে এগরা থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন মোবাইল অপারেটররা।

ঘটনার খবর পেয়ে সকালে এগরা থানার সামনে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মোবাইল অপারেটররা। এমনকি ওই বেসরকারি মোবাইল সংস্থার পরিষেবা বন্ধ করা হয় বলে অভিযোগ। পরে ওই বেসরকারি মোবাইল সংস্থার তরফে মোবাইল অপারেটর কর্মীরা মেরামতির কাজের জন্য তাঁদের সংস্থার ব্যাটারি নিয়ে যাওয়ার বিষয়ে পুলিশকে জানানোর পর পুলিশ ওই আটক কর্মীদের ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবর্ধনা। বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া অঞ্চল তৃণমূলের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নব নির্বাচিত বিধায়কদের সংবর্ধনা দেওয়া হল। এদিন মানিকপাড়ায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় গোপীবল্লভপুরের বিধায়ক তথা অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো, বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম, নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যোত্‌ ঘোষ ও খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়কে সংবর্ধনা দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement