শিক্ষকের সমান মর্যাদার দাবি

তৃণমূল সমর্থিত মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও শিশুশিক্ষা কেন্দ্রের সহায়ক, সম্প্রসারকরা সাধারণ শিক্ষকদের মর্যাদা পেতে এ বার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল। এই দাবিতে জানাতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল এমএসকে এবং এসএসকে শিক্ষক সংগঠনের মেদিনীপুর জেলা কমিটির সভা হল মেদিনীপুর শহরের শ্রীশ্রী মোহনানন্দ বিদ্যামন্দিরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০১:২৯
Share:

তৃণমূল সমর্থিত মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও শিশুশিক্ষা কেন্দ্রের সহায়ক, সম্প্রসারকরা সাধারণ শিক্ষকদের মর্যাদা পেতে এ বার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল। এই দাবিতে জানাতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল এমএসকে এবং এসএসকে শিক্ষক সংগঠনের মেদিনীপুর জেলা কমিটির সভা হল মেদিনীপুর শহরের শ্রীশ্রী মোহনানন্দ বিদ্যামন্দিরে।

Advertisement

এ দিনের সভায় মূলত চারটি বিষয়ে আলোচনা হয়েছে। সহায়ক, সহায়িকা, সম্প্রসারক, সম্প্রসারিকাদেরও সাধারণ শিক্ষকদের মর্যাদা দিতে হবে— সেই দাবি জানাতে শীঘ্রই তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখাও করতে যাবেন বলে জানা গিয়েছে। সংগঠনের জেলা সভাপতি সুজিত ঘোষ বলেন, “আমরাও তো সাধারণ ছাত্রছাত্রীদেরই পড়াই। তাহলে সাধারণ শিক্ষকদের মর্যাদা পাব না কেন? শান্তিপূর্ণভাবে সেই দাবি জানাতে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করব।”

প্রতি তিন বছর অন্তর এই সব কেন্দ্রে কর্মরত সহায়ক, সহায়িকা, সম্প্রসারক, সম্প্রসারিকাদের ৫ শতাংশ বেতন বাড়ানো হয়। মাঝেমধ্যে তাও মেলে না। চলতি আর্থিক বছরে অনেকের চাকরির সময় ৩ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু ৫ শতাংশ অতিরিক্ত বেতন পাচ্ছেন না। তা যাতে দ্রুত পাওয়া যায় সেই দাবিও জানানো হবে।

Advertisement

অন্য দিকে, ৯০ টাকা করে বৃত্তিকরও যাতে না কাটা হয় সেই দাবিও উঠেছে। সুজিতবাবু বলেন, “আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, তিন বছর পর যে ৫ শতাংশ বর্ধিত বেতন দেওয়া হয় সরকার তা দিতে নির্দেশ দিয়েছে। যদিও এখনও তা মেলেনি। চলতি মাস থেকেই যাতে তা মেলে সেই চেষ্টা করছি। ৯০ টাকা বৃত্তিকর কাটা হবে না বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। চলতি মাস থেকেই সেই সিদ্ধান্ত কার্যকর করার দাবি জানাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন