আজ বন্‌ধে  শিল্পশহরে তিন দল, বাড়তি নজর 

উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুই পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে আজ, বুধবার বন্‌ধ ডেকেছে বিজেপি। ঘটনাচক্রে, এদিনই কংগ্রেস এবং শাসকদল তৃণমূলের পৃথক কর্মসূচি রয়েছে হলদিয়াতে। ফলে রাজনৈতিক উত্তাপ বাড়ছে শিল্প শহরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০১:৩২
Share:

বন‌্ধ

উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুই পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে আজ, বুধবার বন্‌ধ ডেকেছে বিজেপি। ঘটনাচক্রে, এদিনই কংগ্রেস এবং শাসকদল তৃণমূলের পৃথক কর্মসূচি রয়েছে হলদিয়াতে। ফলে রাজনৈতিক উত্তাপ বাড়ছে শিল্প শহরে। অশান্তির আশঙ্কায় শিল্পশহরে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার হলদিয়া শহরের একাধিক জায়গায় বন্‌ধ-বিরোধী মিছিল করেন শাসকদলের কর্মীরা। এ দিন বিকেলে হলদিয়ার ব্রজলালচকে একটি মিছিল বার হয়। সেখানে নেতৃত্ব দেন জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান মানসকুমার দাস-সহ স্থানীয়েরা। একই রকম ভাবে সুতাহাটা ব্লকের চৈতন্যপুর এবং হোড়খালিতেও মিছিল করেন কয়েকশো তৃণমূল কর্মী।

আজ, বুধবারও হলদিয়া শহর ও সংলগ্ন সুতাহাটা ব্লকে তৃণমূলের বড় মিছিল বেরবে বলে দলীয় সূত্রের খবর। বন্‌ধে হলদিয়াকে সচল রাখা এবং সাংসদ দিব্যেন্দু অধিকারীকে খুনের হুমকি দেওয়ার প্রতিবাদে ওই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

কংগ্রেসও কর্মসংস্থান কম তৈরি হওয়ার বিষয়কে হাতিয়ার করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে হলদিয়ায় পদযাত্রা ও সভা করবে। জেলা কংগ্রেস সূত্রের খবর, দূর্গাচক রেল স্টেশন থেকে পদযাত্রা বেরিয়ে তা যাবে ক্ষুদিরাম স্কোয়্যারে। সেখানে একটি সভা হবে। ওই সভায় রাজ্য নেতৃত্ব হাজির থাকার কথা রয়েছে।

কিন্তু বিজেপির ডাকা বন্‌ধে কর্মীদের ওই সভায় হাজির করানো নিয়ে প্রবল দুশ্চিন্তায় রয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। পরিবহণ ব্যবস্থা সচল না থাকলে অন্য উপায়ে এগরা, পটাশপুর, কোলাঘাট থেকে কর্মীদের নিয়ে আসার পথ খুঁজছেন নেতৃত্ব। কংগ্রেস জেলা সভাপতি আনোয়ার আলি অবস্য জানিয়েছেন, ‘‘আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে বদ্ধ পরিকর। পরিস্থিতি যাই হোক না কেন, কর্মীরা মুখিয়ে রয়েছেন কর্মসূচিতে যোগ দিতে।

একই দিনে তিনটি পৃথক রাজনৈতিক দলের কর্মসূচি সামাল দিতে প্রস্তুত হচ্ছে পুলিশ প্রশাসন। এ দিন শিল্প শহরে নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা নিয়ে হলদিয়ার এসডিপিও তন্ময় মুখোপাধ্যায় বলেন, ‘‘রাজ্য সরকারের নিয়ম মেনে সব জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। পরিবহণ ব্যবস্থা, দোকানপাট খোলা-সহ সব পরিষেবা স্বাভাবিক রাখতে নিজেদের দায়িত্ব পালন করবে পুলিশ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন