পশ্চিমবঙ্গের জলসম্পদ মন্ত্রী মানস ভূঁইয়া। —ফাইল চিত্র।
তৃণমূলের সভা থেকে বিরোধীদের প্রছন্ন হুমকি দেওয়ার অভিযোগ রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে। তা-ই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে মানসের বিধানসভা এলাকায়।
পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুর অঞ্চলে তৃণমূলের ‘উন্নয়নের সংলাপ’ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, ওই এলাকার বিধায়ক মানস। সেখানে বিরোধীদের হুঁশিয়ারি দিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন মন্ত্রী।
সোমবার বিজেপিকে নিশানা করে নানা কথা বলতে বলতে তাঁর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উদ্ধৃত করে মানস বলেন, ‘‘বদলা নয়, বদল চাই।” তার পর আরও বলেন, “রবীন্দ্রসঙ্গীত চলবে, তার সঙ্গে একটু ডিজে ঢাক্ ঢাক্ করে বাজবে। আমরা যদি সুইচ টিপে ছেলেগুলোকে বলি একটু ডিজে বাজিয়ে দে, তা হলে রাস্তায় বেরোতে পারবেন? চায়ের দোকান, মিষ্টির দোকান, সেলুন খোলা থাকবে? একটু ডিজে বেজে যাবে। কী হবে তখন?”
ওই বক্তব্যের পর সভামঞ্চ করতালি, স্লোগানে মুখর হয়ে যায়। কিন্তু এর অব্যবহিত পরে মানসের বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতে শুরু করে। মানসের মন্তব্যের সমালোচনা করেছে বিরোধীরা। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাসের কটাক্ষ, ‘‘যেমন ঝাড়, তার তেমন বাঁশ। তবে বিজেপি কোনও ডিজে-কে ভয় পায় না। আমরা রবীন্দ্রনাথকে বিশ্বাস করি। রবীন্দ্রসঙ্গীতই পছন্দ করি। পশ্চিমবঙ্গে নোংরা সংস্কৃতির আমদানি করেছে বর্তমান শাসকদল। হুমকি দিয়ে ভোটের আগে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। আসলে নিজেরাই হারের ভয়ে রয়েছেন।’’
মানসকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, ‘‘আট বারের বিধায়ক হয়েও বুথে বুথে গিয়ে ডিজে বাজিয়ে দোকান বন্ধ করে দেওয়ার কথা বলছেন উনি! এটা খুবই লজ্জার। উনি আতঙ্কিত হয়ে পড়েছেন। ভোটের আগেই ফল বুঝতে পারছেন।”