Midnapore BJP

সাংগঠনিক কাজে ব্যর্থতায় অপসারণের নিদান বিজেপি নেতৃত্বের

দলীয় সূত্রের খবর, এ দিন সতীশ ধন্দ নির্দেশ দেন, যে সব বুথে সভাপতি নির্বাচন কিংবা কমিটি গঠন করা যায়নি, সেখানে কমিটি গঠনের কাজ সম্পূর্ণ হবে।

আনন্দ মণ্ডল

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ০৯:৪৫
Share:

—প্রতীকী চিত্র।

বুথ স্তরে সাংগঠনিক কর্মসূচিতে নজরদারি বৃদ্ধি, নিষ্ক্রিয় সভাপতিদের অপসারণে হুঁশিয়ারি—রবিবার তমলুকে বুথ সশক্তিকরণ কর্মশালায় বিজেপির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বিধানসভা ভোটের দিকে দিক লক্ষ্য রেখে শুভেন্দু অধিকারীর জেলায় বুথ স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপরে জোর দিয়েছিল বিজেপি।

রবিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার কর্মশালা হয় তমলুকের নিমতৌড়ির এক বেসরকারি অতিথিশালায়। উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্য যুগ্ম-সাধারণ সম্পাদক সতীশ ধন্দ এবং দলের রাজ্য সম্পাদক মনোজ পাণ্ডে।

দলীয় সূত্রের খবর, এ দিন সতীশ ধন্দ নির্দেশ দেন, যে সব বুথে সভাপতি নির্বাচন কিংবা কমিটি গঠন করা যায়নি, সেখানে কমিটি গঠনের কাজ সম্পূর্ণ হবে। প্রয়োজনে পাশাপাশি এলাকার নেতৃত্বকে দায়িত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। যে সব বুথ সভাপতি দায়িত্ব পেয়েও সাংগঠনিক কর্মসূচি পালনে ব্যর্থ হচ্ছেন, তাঁদের সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলায় বিধানসভা ভোটের আগে জেলায় বুথস্তরে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করার লক্ষ্যে বিশেষ নজর দিয়েছেন বিজেপি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, এ দিন পর্যালোচনায় উঠে আসে, দলের তমলুক সাংগঠনিক জেলায় মোট ১৯২৮ বুথের মধ্যে ১৭১২ বুথে নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে। অধিকাংশ বুথে কমিটি গঠনও হয়েছে। কিন্তু বাকি ২১৬টি বুথে এখনও সভাপতি নির্বাচন ও কমিটি গঠন হয়নি। আবার বুথ সভাপতি নির্বাচন হয়েছে কিন্তু কমিটি গঠন হয়নি, এমন বুথও রয়েছে। কারণ, সংখ্যালঘু অধ্যুষিত অনেক বুথে গেরুয়া শিবিরের সাংগঠনিক শক্তি দুর্বল।অনেক জায়গায় বুথ সভাপতি থাকলেও কমিটি গঠন ও দলীয় কর্মসূচি পালনে নিষ্ক্রিয়তা দেখা গিয়েছে বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন