মজুরডিমা গ্রামে পুলিশি টহলদারি। নিজস্ব চিত্র
শুভেন্দু অধিকারীর জনসভা শেষে বাড়ি ফিরে যাওয়ার পথে তৃণমূলের দলীয় দফতরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার কেশপুরের আনন্দপুরে জনসভা ছিল ওই বিজেপি নেতার। তার পর এই ঘটনা ঘটে বলে জো়ডাফুল শিবিরের অভিযোগ। যদিও বিজেপি ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আনন্দপুরের মজুরডিমা গ্রামে তাদের একটি বুথ অফিসে ভাংচুর চালায় বিজেপি কর্মীরা। অফিসের ঢুকে ভেঙে দেওয়া হয় চেয়ার ও অন্যান্য সামগ্রী। হামলাকারীরা স্থানীয় বাসিন্দা বলেই অভিযোগ তৃণমূল নেতৃত্বের।
ঘটনায় তার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। শুরু হয় এলাকায় টহলদারি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। যদিও তৃণমূলের তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।