দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইল-এ ভোটার স্লিপ

লোকসভা উপ-নির্বাচনে প্রথমবার দৃষ্টিহীন ভোটারদের বাড়িতে গিয়ে ব্রেইল অক্ষরে লেখা ভোটার বুথ স্লিপ দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ০০:০০
Share:

লোকসভা উপ-নির্বাচনে প্রথমবার দৃষ্টিহীন ভোটারদের বাড়িতে গিয়ে ব্রেইল অক্ষরে লেখা ভোটার বুথ স্লিপ দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

Advertisement

পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল বলেন, ‘‘দৃষ্টিহীন ভোটারদের জন্য এ বারই প্রথম ব্রেইল হরফে লেখা ভোটার স্লিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভোটগ্রহণের দিনের আগেই সংশ্লিষ্ট এলাকার বুথ লেভেল অফিসাররা তাঁদের বাড়িতে গিয়ে ওই ভোটার স্লিপ পৌঁছে দেবেন। তমলুক লোকসভা এলাকায় মোট ৭৮৮ জন দৃষ্টিহীন ভোটার রয়েছে। তাঁদের সাধারণ ছাপার ভোটার স্লিপ ছাড়াও ব্রেইল হরফে লেখা ভোটার বুথ স্লিপ দেওয়া হবে।’’

দৃষ্টিহীন প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত ভোটারদের নিজের ভোট নিজে দেওয়ার জন্য আগেই ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন। ভোট গ্রহণ যন্ত্রে প্রার্থীর প্রতীকের পাশে সাধারণ ছাপা অক্ষরে প্রার্থীর নামের পাশে ব্রেইল পদ্ধতিতেও লেখার ব্যবস্থা করেছিল কমিশন। তবে প্রয়োজন হলে বুথ সহায়কের সাহায্য নিতে পারেন দৃষ্টিহীন ভোটাররা। কিন্তু এতদিন দৃষ্টিহীন ভোটারদের বাড়িতে গিয়ে বুথ স্লিপ দেওয়া হত সাধারণ ছাপার অক্ষরে লেখায়।

Advertisement

জেলা প্রশাসন ও নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিবন্ধী ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে জন্য ভোট কর্মীদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-সহ বিভিন্ন সংগঠনের সাহায্য নিয়ে একাধিক প্রশিক্ষণ শিবির করা হয়েছে।

আর নির্বাচন কমিশনের এমন পদক্ষেপে খুশি দৃষ্টিহীন ভোটাররা। শহিদ মাতঙ্গিনী ব্লকের কাখারদা গ্রামের বাসিন্দা দৃষ্টিহীন ভোটার পঞ্চানন খাঁড়া বলেন, ‘‘১২ বার ভোট দিয়েছি। আগে অন্যের সাহায্য নিয়ে ভোট দিতে হত। গত বিধানসভা নির্বাচনে প্রথমবার ব্রেইল পদ্ধতির সাহায্য নিজের ভোট দিয়েছি। এবার ও ব্রেইল পদ্ধতির সাহায্যে ভোট দেব। তবে ব্রেইল হরফে ভোটার স্লিপ দেওয়ার ব্যবস্থা করায় আরও সুবিধা হল। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন