নির্দেশ ক্রেতা সুরক্ষা আদালতের

নিম্নমানের সামগ্রী দেওয়ায় টাকা ফেরতের নির্দেশ

নিম্নমানের স্টেইনলেস স্টিল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ক্রেতার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল পূর্ব মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা আদালত। জেলার নন্দকুমার থানার ভবানীপুর থানার বাসিন্দা বিপ্লব শাসমলের অভিযোগের ভিত্তিতে জেলা ক্রেতা সুরক্ষা আদালত এমন নির্দেশ দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০২:২৫
Share:

নিম্নমানের স্টেইনলেস স্টিল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ক্রেতার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল পূর্ব মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা আদালত। জেলার নন্দকুমার থানার ভবানীপুর থানার বাসিন্দা বিপ্লব শাসমলের অভিযোগের ভিত্তিতে জেলা ক্রেতা সুরক্ষা আদালত এমন নির্দেশ দিয়েছে।

Advertisement

জেলা ক্রেতা সুরক্ষা আদালত সূত্রে জানা গিয়েছে, মহারাজা নন্দকুমার হাইস্কুলের রসায়নের শিক্ষক বিপ্লববাবু গ্রামে বাড়ি তৈরি করেছেন। বাড়িতে কাজের সময়ই বাড়ির জানলার গ্রিল, সিঁড়ি ও ছাদে রেলিংয়ের জন্য স্টেইনলেস স্টিল কেনার কথা ভাবেন। সেই অনুযায়ী, ২০১৫ সালের মার্চ মাসে নিমতৌড়ি এলাকার স্টিলের সামগ্রী ব্যবসায়ী তুহিন প্রামাণিকের দোকান থেকে ২ লক্ষ ৩২ হাজার টাকার জিনিস কেনেন। কিন্তু স্টিলের কাজ শেষের কয়েক মাসের মধ্যেই তাতে মরচে ধরে যায়। এ নিয়ে বিপ্লববাবু ওই ব্যবসায়ীকে জানানোর পরেও তিনি কোনও ব্যবস্থা না নিয়ে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ। হাল ছাড়েননি বিপ্লববাবু। বাড়ির ওই স্টেলের নমুনা তিনি পরীক্ষা করান হলদিয়ার একটি সরকারি অনুমোদিত ল্যাবরেটরিতে। জানতে পারেন, ওই স্টিলের মান একেবারেই খারাপ। এরপরই ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন বিপ্লববাবু। জেলা ক্রেতা সুরক্ষা আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর ২ লক্ষ ৩২ হাজার ২৮১ টাকা ৪০ দিনের মধ্যে ফেরত দেওয়ার জন্য ব্যবসায়ী তুহিন প্রামাণিককে নির্দেশ দেয়।

বিপ্লববাবুর অভিযোগ, ‘‘অত টাকার জিনিস কিনলাম। আর যখন অভিযোগ জানাতে গেলাম কোনও কথাই শোনেননি দোকানের মালিক। এরপরই আদালতে অভিযোগ জানাই।’’ আর অভিযোগ নিয়ে ব্যবসায়ী তুহিন প্রামাণিকের বক্তব্য, ‘‘বিপ্লববাবুর বাড়িতে যে মানের স্টিলের সামগ্রী দেওয়ার কথা ছিল, তাই দেওয়া হয়েছিল। তবু তিনি অভিযোগ জানিয়েছেন। তবে আদালতের নির্দেশ আমি মেনে চলব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন