কম্পিউটারে জিএসটি-র খুঁটিনাটি বোঝাতে শিবির

ব্যবসায়ী সংগঠনের দাবি, প্রচারের কাজ সঠিকভাবে শেষ হওয়ার আগেই জিএসটি চালু হওয়ায় অনেক ব্যবসায়ী আশঙ্কিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ১৪:০০
Share:

লাগাতার প্রচার চললেও পণ্য পরিষেবা কর (গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স- জিএসটি) নিয়ে ধোঁয়াশা অব্যাহত। জিএসটি-র হিসাব করতে গিয়ে নাকাল অধিকাংশ ব্যবসায়ী। সমস্যার মুখে ছোট ব্যবসায়ীরাও। সমস্যা মেটাতে এ বার দুই মেদিনীপুর জেলার শিক্ষিত যুবক-যুবতীদের কম্পিউটারে জিএসটির হিসাব রক্ষার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে ‘কনফেডারেশন অফ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স’।

Advertisement

খড়্গপুরের ইন্দায় এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির আয়োজনের কথা জানানো হয়। কম্পিউটারে জিএসটি-র হিসেব কী ভাবে রাখতে হবে, সেইসব খুঁটিনাটি নিয়ে দুই মেদিনীপুর জেলার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ অগস্ট খড়্গপুর থেকেই শুরু হবে শিবির। চলতি বছরের মধ্যে দুই জেলার ১৫ হাজার মানুষকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও এ দিন জানানো হয়।

ব্যবসায়ী সংগঠনের দাবি, প্রচারের কাজ সঠিকভাবে শেষ হওয়ার আগেই জিএসটি চালু হওয়ায় অনেক ব্যবসায়ী আশঙ্কিত। অধিকাংশ ব্যবসায়ী জিএসটি কী তা এখনও বুঝতে না পারায় একদিকে যেমন জটিলতা বেড়েছে, তেমনই কম্পিউটার জানা দক্ষ হিসাবরক্ষক নিয়োগ করাও ব্যবসায়ীদের পক্ষে কঠিন হচ্ছে। ব্যবসায়ী সমিতির জিএসটি কমিটির সম্পাদক অনিল শিকারিয়া বলেন, “জিএসটি সম্পর্কে ব্যবসায়ীরা অন্ধকারে। তাই সরকারিভাবে এলাকাভিত্তিক শিবির করার প্রয়োজন ছিল।’’ তাঁর কথায়, ‘‘কেন বড় কোনও ব্যবসায়ীর করের জমার ক্ষেত্রে ভুলের বোঝা ছোট ব্যবসায়ীকে বহন করতে হবে তা নিয়ে জটিলতা বাড়ছে। তাই এই কর ব্যবস্থার আরও সরলীকরণ করা প্রয়োজন ছিল।”

Advertisement

৭ অগস্ট থেকে খড়্গপুর, ঝাড়গ্রাম-সহ দুই মেদিনীপুর জেলার চারটি শহরে প্রশিক্ষণ শিবির চালু হবে। কম্পিউটারের সাধারণ জ্ঞান রয়েছে এমন শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে শিবিরে। ব্যবসায়ী সমিতির দাবি, ব্যবসায়ী পরিবারের কোনও সদস্য এই প্রশিক্ষণ নিলে সেই ব্যবসায়ীকে আর নতুন করে হিসাবরক্ষক নিয়োগ করতে হবে না। এ ছাড়া প্রশিক্ষিত যুবক-যুবতীদের সামনে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজা রায় বলেন, “আমরা জিএসটি-র বিরোধী নই। তবে জিএসটি নিয়ে ব্যবসায়ীদের মনে জটিলতা তৈরি হয়েছে। কম্পিউটারে জিএসটি-র হিসাব রক্ষার প্রশিক্ষণ দিয়ে সেই জটিলতা কাটানোর চেষ্টা করব। চলতি বছরে ১৫ হাজার লোককে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন