বিএডে বাতিল পরীক্ষাও ‘বৈধ’

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী অবশ্য বলেন, “সবদিক খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি হয়েছিল। প্রশ্নের নিরাপত্তাহীনতার কোনও প্রমাণ পায়নি ওই কমিটি। তাই নতুন করে আর পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই বলে বিশ্ববিদ্যালয় মনে করেছে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ০৮:১০
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় বিএডের দু’টি পরীক্ষা বাতিল করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। নতুন করে পরীক্ষা নেওয়ার দিনক্ষণও ঘোষণা করা হয়েছিল। পরে তা স্থগিত রাখা হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের এগ্জিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল, নতুন করে আর পরীক্ষা নেওয়া হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে বিস্মিত শিক্ষকদের একাংশ। তাঁদের বক্তব্য, নতুন করে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত তো আসলে বাতিল পরীক্ষাকেই বৈধ বলে স্বীকৃতির সামিল!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী অবশ্য বলেন, “সবদিক খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি হয়েছিল। প্রশ্নের নিরাপত্তাহীনতার কোনও প্রমাণ পায়নি ওই কমিটি। তাই নতুন করে আর পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই বলে বিশ্ববিদ্যালয় মনে করেছে।”

Advertisement

প্রশ্নের নিরাপত্তাহীনতা মানে কী? বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের কথায়, ‘‘পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে কয়েকজনের হোয়াটস্অ্যাপে প্রশ্ন সংক্রান্ত মেসেজ চালাচালি হয়েছে। তবে সেই মেসেজ তো পরীক্ষার্থীদের সকলে পায়নি! ফলে, প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছিল তা ঠিক নয়।”

বিএডের চতুর্থ সেমেস্টারের দু’টি পেপারের পরীক্ষা বাতিল করেছিল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ৬ জুলাই এই দু’টি পেপারের পরীক্ষা হবে। পরীক্ষা বাতিলের প্রতিবাদে ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন শতাধিক পরীক্ষার্থী। তাঁরা বিক্ষোভ দেখান। সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ চলে। এরপরই ৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়।

কেন নতুন করে পরীক্ষা হল না? বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সম্ভবত ফের ছাত্র বিক্ষোভের আশঙ্কায় নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন