শিশু সুরক্ষায় নয়া টিকাকরণের সূচনা

নতুন পোলিও টিকাকরণের সূচনা হল পশ্চিম মেদিনীপুরে। শিশুর ১৪ সপ্তাহ বয়সে পোলিও টিকার (ওপিভি) তৃতীয় ডোজের সঙ্গে দেওয়া হবে এটি। এরফলে পোলিও থেকে শিশুর সুরক্ষা আরও দ্বিগুণ হবে বলেই জানাচ্ছেন স্বাস্থ্য- কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ০০:২৪
Share:

নতুন পোলিও টিকাকরণের সূচনা হল পশ্চিম মেদিনীপুরে। শিশুর ১৪ সপ্তাহ বয়সে পোলিও টিকার (ওপিভি) তৃতীয় ডোজের সঙ্গে দেওয়া হবে এটি।

Advertisement

এরফলে পোলিও থেকে শিশুর সুরক্ষা আরও দ্বিগুণ হবে বলেই জানাচ্ছেন স্বাস্থ্য- কর্তারা। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ ছিল, মে মাস থেকেই জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুরে এই টিকাকরণ চালু করতে হবে। সেই মতো গত সোমবার থেকে জেলায় এটি চালু হয়েছে। ইতিমধ্যে ৬৬ হাজার ‘আইপিভি টিকার’ ইঞ্জেকশন চলেও এসেছে জেলায়। তা ব্লকে ব্লকে পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের এক সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে মাসে গড়ে প্রায় ৬০ হাজার শিশুকে পোলিও টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়। সেই মতো এক মাসেরই ইঞ্জেকশন এসেছে জেলায়। ফের আরও ইঞ্জেকশন আসবে।

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “পশ্চিম মেদিনীপুরে আইপিভি টিকার ইঞ্জেকশনের সূচনা হয়েছে। এই ইঞ্জেকশন শুধুমাত্র ওপিভি টিকার তৃতীয় ডোজের সঙ্গেই দেওয়া হবে।” অর্থাৎ, ওপিভি-র (মুখে খাওয়া পোলিও টিকা) তৃতীয় ডোজ যেমন থাকার কথা তেমনই থাকছে। সঙ্গে যুক্ত হচ্ছে এই আইপিভি টিকার একটি ইঞ্জেকশন।

Advertisement

হামলার নালিশ। সিপিএমের রাজ্য কমিটির ও জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য শেখ ইসরাইলের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, ফল প্রকাশের পরই একাধিক বার তৃণমূলের লোকজন দলের ইসরাইলের বাড়িতে চড়াও হয়। ঘাটাল থানার রাধানগর সংলগ্ন শালিকা গ্রামে সিপিএমের ওই রাজ্য নেতার বাড়ি ভাঙচুরও করে বলে অভিযোগ। মারধর করা হয় ইসারাইল বাবুর ছেলে কবিরুল ইসলামকেও। কবিরুল স্থানীয় জলসরা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে থানায় মৌখিক ভাবে অভিযোগও করেছেন শেখ ইসরাইল। বলেন, “আমি জটিল রোগে আক্রান্ত। এই কারণেই দলের সমস্ত পদ থেকে ইস্তফাও দিয়েছি। তাতেও আমাকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না তৃণমূল।” যদিও তৃণমূলের স্থানীয় নেতা প্রশান্ত রায় অভিযোগ উড়িয়ে দিয়েছেন।প্রশান্ত বাবু বলেন, “ওঁর বাড়িতে কোনও হামলা হয়নি। মারধরের ঘটনাও ঘটেনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement