মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে তদন্ত

হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার বিলির অভিযোগ উঠেছিল। জেলায় এসে তারই তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০১:৪৩
Share:

হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার বিলির অভিযোগ উঠেছিল। জেলায় এসে তারই তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বুধবার রাতে মুখ্যমন্ত্রী ছিলেন পর্যটন দফতরের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে। সেখানেই তাঁর কানে পৌঁছয়, ঝাড়গ্রাম জেলা ও মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। তারপর বৃহস্পতিবার জামবনির প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঝাড়গ্রাম হাসপাতালে রোগীদের খাওয়াদাওয়া সম্পর্কে আমার কাছে কিছু অভিযোগ এসেছিল। আমি বুধবার রাতেই স্বাস্থ্য দফতরকে বলেছি, আজই টিম পাঠিয়ে তদন্ত করে দেখতে কারা এ সব করছে। আমি হসপিটালে যারা এ সব একদম পছন্দ করি না। এ সব বরদাস্তও করব না।’’

মুখ্যমন্ত্রীর নির্দেশে এ দিন বিকেলেই যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা (নার্সিং) মাধবী দাস, স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব আরফান আলি বিশ্বাস, যুগ্ম-সচিব মিউটিনি বন্দ্যোপাধ্যায়রা ঝাড়গ্রাম জেলা ও মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে খাবারের মান নিয়ে তদন্ত করতে আসেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন