বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ

কোলাঘাটে ওড়িশা ট্রাঙ্ক রোডের ধারে পূর্ত দফতরের অধীনে থাকা বহু বছরের পুরুনো একটি বড় নিম গাছ বেআইনিভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বাসিন্দাদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share:

এভাবেই কাটা হয়েছে গাছ।

কোলাঘাটে ওড়িশা ট্রাঙ্ক রোডের ধারে পূর্ত দফতরের অধীনে থাকা বহু বছরের পুরুনো একটি বড় নিম গাছ বেআইনিভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বাসিন্দাদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এ বিষয়ে পূর্ত দফতরের নজরে আনার পরেই কোলাঘাট থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশের হস্তক্ষেপে ওই নিমগাছ কাটা বন্ধ হয়েছে। পুলিশ জানিয়েছে, পূর্ত দফতরের অভিযোগের ভিত্তিতে ওই নিমগাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

পূর্ত দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাটের দেউলিয়া বাজারের কাছে নোনাচক গ্রামে পুরনো একটি বড় নিমগাছ রয়েছে। এলাকাটি নিমতলা নামেও পরিচিত। পূর্ব মেদিনীপুর জেলা পূর্ত দফতরের অধীনে থাকা ওই পাকা সড়কের পাশে নিমগাছটিও পূর্ত দফতরের মালিকাধীন। কিন্তু গাছটি কোন অনুমতি ছাড়াই গত রবিবার সকালে স্থানীয় কয়েকজন কাটতে শুরু করেন বলে অভিযোগ। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ পূর্ত দফতরের কাছে অভিযোগ জানায়। খবর পেয়ে পূর্ত দফতরের কয়েকজন কর্মী সেখানে গেলে তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

জেলা পূর্ত দফতরের তরফে সোমবার কোলাঘাট থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে কোলাঘাট থানার পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। পূর্ব মেদিনীপুর জেলা পূর্ত দফতরের সহকারি বাস্তুকার রবীন্দ্রনাথ সামন্ত বলেন, ‘‘গাছটি থাকার ফলে কারও অসুবিধা হচ্ছে বলে কেউ অভিযোগ করেননি। তাই গাছটি বিক্রির জন্য আমাদের দফতর থেকে কোনও প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হয়নি।’’ গাছ কেটে নেওয়ার ঘটনায় কারা জড়িত? তৃণমূল পরিচালিত কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মানব সামন্ত বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এই ঘটনায় কারা জড়িত তা জানা নেই। পূর্ত দফতর ও প্রশাসন এবিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নিক।’’

Advertisement

কারাদণ্ডের নির্দেশ। গাঁজা পাচারের দায়ে চার বছরের কারাদন্ড হল এক ব্যক্তির। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (প্রথম) ভাস্কর ভট্টাচার্য মঙ্গলবার বিহারের মুঙ্গেরের বাসিন্দা প্রকাশ সাউকে এই কারাদণ্ডের নির্দেশ দেন। জানা গিয়েছ , মুঙ্গেরের বাসিন্দা প্রকাশ রাজ্যে গাঁজা পাচার করত। গোপন সূত্রে খবর পেয়ে ২০০২ সালের ৪ নভেম্বর শহরের স্কুল মোড়ের কাছ থেকে তাকে ধরা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement