অভিযুক্ত প্রধান শিক্ষক

স্কুলের শিক্ষিকাকে হেনস্থার নালিশ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা ভাবে হেনস্থার অভিযোগ আনলেন এক সহ শিক্ষিকা। এ ব্যাপারে থানায় জানানো হলে সালিশিসভা ডেকে তা মেটানোর জন্যও চেষ্টা করা হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:৪৬
Share:

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা ভাবে হেনস্থার অভিযোগ আনলেন এক সহ শিক্ষিকা। এ ব্যাপারে থানায় জানানো হলে সালিশিসভা ডেকে তা মেটানোর জন্যও চেষ্টা করা হয় বলে অভিযোগ। জেলা স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) কাছে লিখিত ভাবে আবেদন জানানো সত্ত্বেও সুরাহা মেলেনি। এই অবস্থায় আজ, মঙ্গলবার দু’পক্ষকেই নিজের দফতরে ডেকে পাঠিয়েছেন জেলা স্কুল পরিদর্শক অমরকুমার শীল।

Advertisement

ঘটনাটি শালবনি থানা এলাকার নান্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠে। সহ শিক্ষিকা অন্তরা বড়ালের অভিযোগ, “প্রধান শিক্ষক সর্বক্ষণ আমার ত্রুটি খুঁজে বেড়ান। ছোট ছোট কারণে ঘরে ডাকেন। কুপ্রস্তাবও দেন। তাতে রাজি না হওয়ায় নিত্য হেনস্থার শিকার হতে হচ্ছে।” বছর দুয়েক আগে ওই স্কুলে সহ শিক্ষিকা পদে যোগ দেন অন্তরা দেবী। তার পর থেকেই প্রধান শিক্ষক তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। বিরক্ত হয়ে ২০ সেপ্টেম্বর শালবনি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ তুলতে তাঁকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। গত বুধবার স্কুলে সালিশি সভা ডাকেন প্রধান শিক্ষক।

যদিও প্রধান শিক্ষক শুদ্ধদেব চট্টোপাধ্যায় এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, “দেরিতে স্কুলে এসে নির্দিষ্ট সময়ে সই করতে চান। নানা অজুহাতে প্রায়ই নির্দিষ্ট সময়ের আগে চলে যেতে চান। শিক্ষক-শিক্ষিকাদের ভুলত্রুটি দেখলে, অফিসে ডেকেই তো সাবধান করব। স্টাফ রুমে কী সে সব বলা উচিত।” জেলা স্কুল পরিদর্শক অমরকুমার শীল বলেন, “ওঁদের আমার দফতরে ডাকা হয়েছে। সমস্যাটা ঠিক মতো বোঝার পরেই পদক্ষেপ করা হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement