অভিযুক্ত বিট অফিসার

সিপিএম সমর্থকদের মারধর, নালিশ

জঙ্গলে ডালপাতা কুড়োতে যাওয়া সিপিএম সমর্থক মহিলাদের মারধর করার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম বন বিভাগের এক বিট অফিসারের বিরুদ্ধে। সিপিএমের দাবি, বৃহস্পতিবার ঝাড়গ্রামের চন্দ্রি-কলাবনির জঙ্গলে ডালপাতা কুড়োতে গিয়েছিলেন স্থানীয় মরাইখুঁটি ও ফুলসুন্দরি গ্রামের জনা সাতেক মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০১:৫১
Share:

জঙ্গলে ডালপাতা কুড়োতে যাওয়া সিপিএম সমর্থক মহিলাদের মারধর করার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম বন বিভাগের এক বিট অফিসারের বিরুদ্ধে। সিপিএমের দাবি, বৃহস্পতিবার ঝাড়গ্রামের চন্দ্রি-কলাবনির জঙ্গলে ডালপাতা কুড়োতে গিয়েছিলেন স্থানীয় মরাইখুঁটি ও ফুলসুন্দরি গ্রামের জনা সাতেক মহিলা। ওই মহিলারা মাথায় করে ডালপাতা নিয়ে আসার সময় সেখানে হাজির হন লোধাশুলির বিট অফিসার দীপালি মাহাতো। অভিযোগ, দীপালিদেবী ওই মহিলাদের লাঠিপেটা করেন। মারের চোটে অসুস্থ হয়ে পড়েন ফুলসুন্দরি গ্রামের দুর্গা দলুই নামে এক মহিলা। তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Advertisement

প্রহৃত মরাইখুঁটি গ্রামের লীলা দলুই, দুলালি দলুই, ফুলসুন্দরি গ্রামের সন্ধ্যা দলুইরা জানালেন, জঙ্গল এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে তাঁরা নিয়মিত শুকনো ডালপাতা সংগ্রহের জন্য জঙ্গলে যান। এ দিনও জ্বালানির জন্য শুকনো ডালপাতা কুড়িয়ে নিয়ে আসার সময় বনদফতরের লোকজন সেগুলি কেড়ে নেন। লীলাদেবী, সন্ধ্যাদেবীদের অভিযোগ, কোনও রকম কথা বলার সুযোগ না-দিয়েই মহিলাদের উপর নির্বিচারে লাঠিপেটা শুরু করেন ওই বিট অফিসার। এ দিন বিকেলে গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত ওই এলাকায় নির্বাচনী প্রচারে যান সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ডহরেশ্বর সেন। ওই মহিলারা ডহরেশ্বরবাবুর কাছে বিষয়টি নালিশ করেন। ডহরেশ্বরবাবুর অভিযোগ, “জঙ্গলমহলের মূলবাসীরা সংসারের জ্বালানির জন্য জঙ্গলের শুকনো ডালপাতা সংগ্রহ করে থাকেন। এটা বহুদিন ধরে চলে আসছে। কিন্তু বেছে বেছে সিপিএম সমর্থক মহিলাদেরই মারধর করা হয়েছে।” অভিযোগ অস্বীকার করে লোধাশুলির বিট অফিসার দীপালিদেবী বলেন, “জঙ্গলে নিয়মিত নজরদারি চালানোর ফলে অনেকের অসৎ উদ্দেশ্য পূরণ হচ্ছে না। সেই জন্যই আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

বন দফতর সূত্রের খবর, ঝাড়গ্রাম বন বিভাগের লোধাশুলি রেঞ্জের চন্দ্রি-কলাবনির শালজঙ্গলে মাঝে মধ্যেই গাছ চুরি হচ্ছে। চোরা কাঠুরেদের দাপটে জঙ্গলের অনেক জায়গাই ন্যাড়া হয়ে গিয়েছে। গাছ চুরি ঠেকাতে দীপালিদেবীর নেতৃত্বে বনকর্মীরা নিয়মিত তল্লাশি-অভিযান চালান। এদিনও ওই এলাকায় তল্লাশিতে গিয়েছিলেন দীপালিদেবী।

Advertisement

গোবর লেপা প্রচার। প্রাতঃভ্রমণে বেরিয়ে শহরের স্টিমারঘাটের কাছে দেওয়ালে চোখ যেতেই তমলুক বিধানসভার সিপিআই প্রার্থী অশোক দিন্দার তো চক্ষু চড়ক গাছ! তাঁর সমর্থনে দেওয়াল লিখনে প্রার্থীর নাম ঠিক থাকলেও পাশে আঁকা দলীয় প্রতীক কাস্তে-ধানশীষের উপর গোবর লেপে দিয়েছে কেউ। রাজনীতির ধর্ম মেনে প্রবীণ নেতা অশোকবাবুর দাবি, ‘‘শাসকদলের গাত্র জ্বালা হয়েছে তাই এমন করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন