স্ত্রীকে খুনের অভিযোগ, স্বামী গ্রেফতার মাঙরুলে

স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শান্তনু চক্রবর্তীর বাড়ি চন্দ্রকোনার মাঙরুল গ্রামে। ধৃতকে রবিবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অন্য দুই অভিযুক্ত মৃতার শ্বশুর এবং শাশুড়ি পলাতক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০১:৪০
Share:

স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শান্তনু চক্রবর্তীর বাড়ি চন্দ্রকোনার মাঙরুল গ্রামে। ধৃতকে রবিবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অন্য দুই অভিযুক্ত মৃতার শ্বশুর এবং শাশুড়ি পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে বধর্মান জেলার মাধবডিহির বৈদ্যপুর গ্রামের শুক্লা চক্রবর্তীর সঙ্গে শান্তনুর বিয়ে হয়। বিয়ের প্রথম কয়েক বছর সব ঠিক থাকলেও সমস্যা শুরু হয় বছরখানেক পর থেকে।

মৃতার পরিবারের অভিযোগ, অতিরিক্ত পণ-সহ নানা দাবি তো ছিলই। পাশাপাশি স্ত্রীর সঙ্গে কারণে অশান্তি করতেন শান্তনু। এমনকী শান্তনুর মদতে শুক্লাদেবীকে তাঁর শ্বশুর-শাশুড়ি মারধরও করতেন। গত শুক্রবার সকাল থেকেই ফের শুরু হয় চরম অশান্তি। মৃতার বাবা অলোকেশ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “ওই দিনই আমার মেয়ের উপর অত্যাচার চরমে ওঠে। এমনকী শ্বশুরবাড়ির লোকজন মুখে বিষ ঢেলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় মেয়েকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানোর কিছুক্ষণের মধ্যেই ও মারা যায়।”

Advertisement

ঘটনার পর শনিবার চন্দ্রকোনা থানায় খুনের মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ খুনের মামলা শুরু করেন। শনিবার রাতেই পুলিশ মৃতার স্বামী তথা মূল অভিযুক্ত শান্তনু চক্রবর্তীকে পাকড়াও করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন