ট্রাকের ধাক্কায় মৃত কনস্টেবল

স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে প্রতিদিনই টহলরত পুলিশের গাড়িকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশকর্মীরা সেখানেই ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করেন। পুলিশকে এড়াতে একাংশ ট্রাক চালক দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। এ ক্ষেত্রেও তেমনটাই করতে গিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০০:৩৩
Share:

রাতে জাতীয় সড়কে পুলিশ টহলদারি চলছিল। তখনই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণের বসন্তপুরের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় মৃত ধনঞ্জয় চট্টোপাধ্যায় (৫৪)-এর বাড়ি হুগলির গোঘাটে। তিনি খড়্গপুর গ্রামীণ থানায় কর্মরত ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্য সহকর্মীদের সঙ্গে সোমবার রাতে জাতীয় সড়কে টহল দিতে গিয়েছিলেন ধনঞ্জয়বাবু। বসন্তপুরের কাছে টহলদারি গাড়ি দাঁড় করিয়ে জাতীয় সড়কে নেমেছিলেন তিনি। তখনই খড়্গপুরের দিকে আসা একটি ট্রাক ওই পুলিশ কনস্টবলকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ এখনও ওই ট্রাক ও চালকের নাগাল পায়নি। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় উড়ালপুল তৈরির দাবিও তুলেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে প্রতিদিনই টহলরত পুলিশের গাড়িকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশকর্মীরা সেখানেই ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করেন। পুলিশকে এড়াতে একাংশ ট্রাক চালক দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। এ ক্ষেত্রেও তেমনটাই করতে গিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয় এক বাসিন্দার কথায়, “এই এলাকায় অনেকসময় টহলরত পুলিশ ট্রাকের কাগজপত্র পরীক্ষা করে। কাগজ ঠিক না থাকলে জরিমানার মুখে পড়তে হয় ট্রাক চালকদের। হয়তো জরিমানার হাত থেকে বাঁচতেই ওই কনস্টেবলকে ধাক্কা মেরে ট্রাক নিয়ে পালিয়ে গিয়েছে চালক।”

Advertisement

যদিও পুলিশের দাবি, গাড়ি থেকে নেমে রাস্তার ধারেই দাঁড়িয়েছিলেন ওই কনস্টেবল। দ্রুত গতিতে থাকা ট্রাকটি অন্য একটি ট্রাককে পাশ কাটাতে গিয়েছে ওই দুর্ঘটনা ঘটেছে। খড়্গপুরের এসডিপিও সন্তোষ মণ্ডল বলেন, “রাতে টহল চলাকালীন গাড়ি থেকে নেমে রাস্তার ধারেই দাঁড়িয়েছিলেন আমাদের ওই কনস্টেবল। তখন একটি ট্রাক ওঁকে ধাক্কা মেরে চলে যায়। ট্রাকটিকে আমরা দ্রুত খুঁজে বের করে ফেলব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন