Soumen Khan

TMC MLA: রাষ্ট্রপতি নিয়ে পুরপ্রধানের মন্তব্যে বিতর্ক

শাসকদলের অন্দরেই বিতর্ক দেখা দিয়েছে। কারণ, রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল সমর্থন করছে যশবন্ত সিংহকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ০৭:২১
Share:

প্রতীকী ছবি।

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। প্রকাশ্যে এমনই দাবি করেছেন মেদিনীপুরের তৃণমূল পুরপ্রধান সৌমেন খান। আর তাতে শাসকদলের অন্দরেই বিতর্ক দেখা দিয়েছে। কারণ, রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল সমর্থন করছে যশবন্ত সিংহকে।

Advertisement

শুক্রবার ভাইরাল হওয়া এক ভিডিয়োয় (সত্যতা আনন্দবাজার যাচাই করেনি) শোনা যাচ্ছে, বৃহস্পতিবার মেদিনীপুরের হুল দিবসের এক অনুষ্ঠানে পুরপ্রধান তৃণমূলের সৌমেন বলছেন, ‘‘আপনার জানেন আমাদের দেশে, আর কয়েক দিন পরেই, পিছিয়ে পড়া মানুষের পক্ষ থেকে একজন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। ওঁর নাম দ্রৌপদী মুর্মু। এই ভাবেই আমাদের দেশ, আমাদের সমাজ পিছিয়ে পড়া মানুষদের সামনে তুলে আনছে।"

তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যোত ঘোষের মতে, ‘‘ওটা পুরপ্রধানের ব্যক্তিগত মতামত। আমাদের দলের নয়। দল রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন করছে যশবন্ত সিংহকে।’’ পাল্টা বিজেপির রাজ্য সহ-সভাপতি শমিত দাশের খোঁচা, ‘‘তৃণমূলের পুরপ্রধানও বুঝতে পেরেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের প্রার্থীই জিতবেন।’’

Advertisement

প্রকাশ্যে দলের অবস্থান-বিরোধী দাবি কেন? শুক্রবার সৌমেনের ব্যাখ্যা, ‘‘ওটা আমার সম্পূর্ণ বক্তব্য নয়। বক্তব্যের একটি অংশ। আমাদের মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়নে অনেক কাজ করেছেন। শুধুমাত্র প্রান্তিক এলাকার মানুষের জন্য দুয়ারে সরকার শিবির করছেন। সে সবও বলেছি হুল দিবসের ওই অনুষ্ঠানে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement