Coronavirus

নজরবন্দি বিদেশ ফেরত আরও ৫ জন  

পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমলের বক্তব্য, ‘‘উদ্বেগ এড়াতে সচেতনতা অভিযান শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে জেলার মানুষকে নানা ভাবেই সচেতন করা হচ্ছে।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ০১:১১
Share:

প্রতীকী ছবি।

আতঙ্কে ছেদ নেই।

Advertisement

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরে নতুন করে আরও ৫ জনের উপরে নজরদারি শুরু হয়েছে। জেলা প্রশাসনের এক সূত্রে খবর, মঙ্গলবার থেকে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে জেলা স্বাস্থ্য দফতর এই নজরদারি শুরু করেছে। ওই ৫ জন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। এঁদের সকলের নাম- ঠিকানা জানা গিয়েছে। এঁদের শারীরিক পরীক্ষাও হয়েছে। সকলকেই আপাতত সপ্তাহ দুয়েক ‘গৃহবন্দি’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরে এই নিয়ে মোট ২২ জনের উপরে নজরদারি চালানোর নির্দেশ এল।

জেলায় নতুন করে কী আরও ৫ জনের উপরে নজরদারি হচ্ছে? পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরার জবাব, ‘‘জেলায় এখনও পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে আগেও চিন সহ অনান্য দেশ থেকে ফেরা কয়েকজনের উপরে নজরদারি চলেছে। এখনও কয়েকজনের উপরে নজরদারি চলছে। এ নিয়ে অযথা আতঙ্কের কিছু নেই।’’

Advertisement

পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমলের বক্তব্য, ‘‘উদ্বেগ এড়াতে সচেতনতা অভিযান শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে জেলার মানুষকে নানা ভাবেই সচেতন করা হচ্ছে।’’

জেলা প্রশাসনের এক সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে নতুন করে যে ৫ জনের উপরে নজরদারি শুরু হয়েছে, তারমধ্যে ১ জন খড়্গপুর, ১ জন দাসপুর ও ৩ জন মেদিনীপুরের বাসিন্দা। ওই সূত্রে খবর, দাসপুরের ওই বাসিন্দা দক্ষিণ কোরিয়া থেকে ফিরেছেন। মেদিনীপুরের তিন বাসিন্দা যথাক্রমে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং দুবাই থেকে ফিরেছেন। অন্যদিকে, খড়্গপুরের বাসিন্দা পেশায় বিমানসেবিকা। কর্মসূত্রে তিনি একাধিক দেশে গিয়েছেন।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে ওই ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ মেলেনি। এঁদের উপরে নজরদারি চালাতে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের নিয়ে দল গড়া হয়েছে। তাঁরা নির্দিষ্ট সময় অন্তর বিদেশ ফেরতদের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করছেন।

করোনার উপসর্গ নেই, তাও বিদেশ ফেরতদের ‘গৃহবন্দি’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন?

জেলার স্বাস্থ্য আধিকারিকেরা জানাচ্ছেন, সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ করা হয়। এ ক্ষেত্রেও সেই পদক্ষেপ করা হয়েছে। কেউ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে তাঁর থেকে নূন্যতম এক মিটার দূরত্ব বজায় রাখারও পরামর্শ দিচ্ছেন ওই স্বাস্থ্য আধিকারিকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন